Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, মঙ্গলবার, ৭ কার্তিক ১৪৩১, ২২ অক্টোবর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

স্ত্রীর যৌতুক মামলায় পররাষ্ট্র ক্যাডার স্বামী কারাগারে

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩, ১০:২৫
প্রধানমন্ত্রী

স্ত্রী জারিন রাফা নীলান্তির (২৬) দায়েরকৃত যৌতুক ও নির্যাতনের মামলায় পররাষ্ট্র ক্যাডার (বিসিএস) আব্দুল ওয়াদুদ আকন্দকে (৩৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। আকন্দ বর্তমানে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) হিসেবে কর্মরত। 

মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী বৃহস্পতিবার (২৪ আগস্ট) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আকন্দ স্ত্রীর মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠান। আব্দুল ওয়াদুদ আকন্দ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের আব্দুল বারেক আকন্দের ছেলে। এর আগে তিনি সুইজারল্যান্ডে জেনেভায় বাংলাদেশ মিশনেও চাকরি করেছেন।
 
মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম কিবরিয়া হাওলাদার জানান, ২০১৯ সালে ১৭ এপ্রিল জারিন রাফা নীলান্তি সাথে আব্দুল ওয়াদুদ আকন্দের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালে ৭ অক্টোবর মাদারীপুর স্টাফ কোয়াটারে বাদীর এক আত্মীয়ের বাসায় বসে আসামি বাদীর কাছে ৪০ লাখ টাকা এবং ৫ কাঠা জমির প্লট যৌতুক হিসেবে দাবি করেন। এ ঘটনার পরে বাদী মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করেন। 

ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আকন্দ। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। জারিন রাফা নীলান্তি আসামির দ্বিতীয় স্ত্রী। প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করেন আকন্দ। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516