Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

ফেসবুকে আপত্তিকর পোস্ট, চাকরি হারালেন ভূমি কর্মকর্তা 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৮ আগষ্ট, ২০২৩, ০৪:৩৬
ভূমি কর্মকর্তা 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করায় মো. নজরুল ইসলাম নামে সিরাজগঞ্জ সদর উপজেলার এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া নজরুল ইসলাম মেছড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন। সোমবার (২৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, ফেসবুকে শেখ পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেছেন উপ সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। বিষয়টি নজরে এলে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশপত্র হাতে পেয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। গত ১৩ আগস্ট নিজের ফেসবুক পেজে তিনি যে পোস্ট দেন তা নিচে তুলে ধরা হলো- “ঘেউ ঘেউ করা গণতন্ত্র, রাজপথে ঢেউ তোলে শেখের শিখণ্ডি, শেখের বাঁশি আর কতকাল বাজবে?”।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমি আসলে শেখ বলতে ধনী ব্যক্তি বুঝিয়েছি। বঙ্গবন্ধু পরিবারকে উদ্দেশ্য করে কিছু লেখা হয়নি। আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে আপিল করবো।  

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516