Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে সুনামগঞ্জ জেলা বিএনপি

সুনামগঞ্জ প্রতিনিধি: মোঃ আরাফাত আজিজ সজিব
প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪৩
সুনামগঞ্জ জেলা বিএনপি

আন্দোলন শেষ পর্যায়ে উল্লেখ করে নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার ওয়াদা করলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। রবিবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে তিনি এই ওয়াদা করেন। কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির আন্দোলন সারাদেশ ব্যাপী চলছে। সেই আন্দোলন শেষ পর্যায়ে। এখন তারা (আওয়ামী লীগ) নিজেদের মানুষকেই খুঁজে পাচ্ছে না। সুতরাং সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ওয়াদা করে বলি আমরা ঐক্যবদ্ধ থাকবো। হাত তুলে সবাই বলুন ঐক্যবদ্ধ থাকবো।

 তিনি আরও বলেন, ডাক দেয়ার সাথে সবাইকে রজপথে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের বিজয়, মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হওয়া ছাড়া ঘরে ফিরে যাবো না। প্রয়োজনে জীবন দেবো। হামলা-মামলা উপেক্ষা করে দেশের জনগণের পক্ষে থাকবো। এর আগে কর্মসূচি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর এগোনোর পর ফুলকলির সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র সঞ্চালনায় সমাবেশ শেষে খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ সভাপতি মল্লিক মঈনুদ্দিন সোহেল। 

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আকবর আলী,সহ সভাপতি সেলিম উদ্দিন,সহ সভাপতি নাদের আহমেদ, আনিসুল হক,  সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কালারচান মিয়া, ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন, হুশিয়ার আলম প্রমুখ।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516