Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

বিশ্বকাপে সহ-অধিনায়ক হয়ে গর্বিত শান্ত

স্পোর্টস ডেস্ক    :
প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫৭
 শান্ত

ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর আর বাকি ৮ দিন। আইসিসির বেঁধে দেওয়া দল ঘোষণার নির্ধারিত সময়ের মাঝে সবার শেষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে তামিম ইকবালের না থাকা যেমন ছিল চমক, তেমনি লিটনকে সরিয়ে শান্তর সহ-অধিনায়ক হওয়াটাও ছিল বিষ্ময়কর। জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সামনে চলে এসেছে শান্তর নাম। 

অবশ্য এমন সিদ্ধান্তের পেছনে ব্যাট হাতে শান্তর ধারাবাহিক পারফর্ম্যান্সের প্রসঙ্গও চলে আসে। ২০২৩ সালে সব ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তিনি। নিজের শেষ ওয়ানডে ইনিংসেও আছে ফিফটি। এমন দারুণ ধারাবাহিকতার মধ্যে সহ-অধিনায়কত্ব পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘এটা অনেক গর্বের ব্যাপার। এমনকি আমার পরিবারের সদস্যরাও (গর্বিত) কালকেও এই কথা বলেছি। অবশ্যই অনেক গর্বের ব্যাপার উপভোগ করবো পুরো পরিস্থিতিটা। যদি...যদি বলতে ওই মুহূর্তগুলো।’

ব্যক্তিগতভাবে রোমাঞ্চিত শান্ত অবশ্য হতাশ হয়েছেন দলের কারণে। নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই হার দেখেছেন তিনি। মঙ্গলবারের ম্যাচ শেষে শান্তর কণ্ঠে সেই আক্ষেপ ছিল স্পষ্ট, ‘ফলাফলের দিক থেকে আনন্দ পাইনি। কিন্তু আগের দিন থেকেই অনেক রোমাঞ্চিত ছিলাম। মাঠেও উপভোগ করেছি ব্যাটিং। এমনকি শুরুর দিকে বোলাররা ভালো বল করছিল, সেটাও উপভোগ করেছি। ফল ভালো হয়নি, আশা করি সামনে সুযোগ আসলে আস্তে আস্তে ফল আসা শুরু করবে। ’

কিউেইদের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের। তা নিয়ে অবশ্য বাড়তি হতাশা নেই শান্তর, ‘আমরাও সেরা দল খেলিনি প্রথম কথা। আর হারা তো হারাই, এক রানে হারও হারা, একশ রানে হারও হার। ম্যাচ হেরেছি এটা হতাশার। এখান থেকে আমরা কী শিখলাম এই অভিজ্ঞতা নিয়ে যদি বিশ্বকাপে যেতে পারি তাহলে এটা কাজে দেবে। এখানে এরকম কিছু নাই যে আমরা অনেক রানে হেরেছি অনেক কিছু হয়ে গেছে। মেটার করে না। হারা তো হারাই। ’ 

তবে এদিন মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের ক্রিকেট ছাপিয়ে বড় হয়ে উঠেছে বিশ্বকাপ দল প্রসঙ্গ। যেখানে তামিম ইকবালের জায়গা হয়নি। দিনভর গুঞ্জনের মাঝে তামিমের না থাকার খবরই শেষ পর্যন্ত সত্য হয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও মিশে থাকল তামিমের কথাই। শান্ত জানালেন, দীর্ঘদিনের সতীর্থকে মাঠে মিস করবেন তিনি।   

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516