Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

যেসব বিষয় গুরুত্ব পাবে আ.লীগের নির্বাচনি ইশতেহারে

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩৬
নির্বাচনি ইশতেহারে

সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে নির্বাচনি ইশতেহার প্রস্তুত করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এমনটাই জানিয়েছে। তিনি বলেন, ‘সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও স্বাধীনতা, কৃষিখাতের বিষয়টিও নির্বাচনি ইশতেহারে আমরা গুরুত্ব দেব।’

তিনি আরও বলেন, ‘অতীতের মতো আওয়ামী লীগ এমন একটি ইশতেহার তৈরি করতে চায় যা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে সবার কাছে প্রশংসনীয় হবে এবং দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের মৌলিক চাহিদা পূরণের সহায়ক হবে।’

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অধ্যাপক ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, শম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, ওয়াসিকা আয়েশা খান, বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী, সাব্বির আহমেদ।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহার তৈরি করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগমনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমন সুশীলদের প্রয়োজনের ডাকা হবে। প্রয়োজনে তাদের সঙ্গে বৈঠক হবে, কথা হবে, তাদের মতামত ও সুপারিশ নেওয়া হবে। এছাড়া মিডিয়ার ব্যক্তিদের কাছ থেকেও ইশতেহার বিষয়ে সুপারিশ নেওয়া হবে।’

কৃষমন্ত্রী বলেন, ‘সব কিছুর ঊর্ধ্বে আমরা তিনটা বিষয়কে গুরুত্ব দিই। কৃষিখাত, সেবাখাত, অর্থনৈতিক ও শিল্প উৎপাদন খাত। এই তিনটি খাত আওয়ামী লীগের ইশতেহারেও গুরুত্ব পাবে। কৃষিখাতের অবদান টোটাল জিডিপিতে কম আছে কিন্তু কৃষির গুরুত্ব কমেনি। খাদ্য নিরাপত্তার জন্য কৃষি উৎপাদন বৃদ্ধির ও উন্নয়নের জন্য কৃষির গুরুত্ব কমবে না। কৃষির উপর যে গুরুত্ব সেটা অব্যাহত থাকবে। ২০০৮ সালের নির্বাচনে ইশতেহারে আওয়ামী লীগ বলেছিল কৃষি হবে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়। সেটা বাস্তবায়ন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমরা কমিয়ে আনব। সেটা করেছিল সরকার। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের সমস্যা হচ্ছে এটা আমরা স্বীকার করি। তবে বর্তমানে খাদ্যের (চাল) দাম নিম্নমুখী ।

দেশের ৭০ থেকে ৭৪ ভাগ খরচ হয় খাদ্য অর্থাৎ চালে। সেই চালের দাম বর্তমানে বাংলাদেশে নিম্নমুখী। বর্তমানে সরকারের খাদ্য গুদামে সর্বোচ্চ ২০ লাখ টন চাল মজুদ আছে, যা কোনোদিনই ছিল না। এই মুহূর্তে দেশের মিল মালিকরা সরকারকে চাল দিতে চায় তাতে মনে হচ্ছে কম দামে চাল কিনে সরকারকে তারা দিতে চায়। যখন চালের দাম বেশি থাকে তখন মিলাররা সরকারকে চাল দিতে চায় না। ডিমের দাম, তেলের দাম, সবজির দাম কিছুটা বেশি হলেও চালের দাম কম।’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516