Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

প্রধানমন্ত্রী চেয়েছিলেন তামিম যেন খেলে, মনে করিয়ে দিলেন মাশরাফি

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৩
মাশরাফি

গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বিসিবির কারও মাধ্যমে তামিমের সংযোগ না পেয়ে, মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে সেখানে বৈঠক হয়। এরপর দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয় দেশসেরা এই ওপেনারের। এখন তামিম বিশ্বকাপ দলে না থাকায় এ ঘটনায় প্রধানমন্ত্রীর সঙ্গে পূর্ব-সাক্ষাতের বিষয় টেনে এনেছেন মাশরাফি বিন মুর্তজা।

তামিমের অবরের প্রসঙ্গ টেনে ভিডিও বার্তায় মাশরাফি বলেন, ‘পৃথিবীর যেকোনো প্লেয়ার যখন অবসরে যায়, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এই খেলাটা খুব পছন্দ করে। বিদায় নেওয়ার সময় তাই তাদের মন-মানসিকতা ভালো থাকে না। তারই বহিঃপ্রকাশ আমরা দেখেছি, যখন সে চট্টগ্রামে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছে। সে কিন্তু আবেগের কারণে কথা ঠিকভাবে বলতে পারেনি, কান্নাকাটি করেছে। তবে সেখানে ও কাউকে ব্লেইমও করেনি। মানে পরিষ্কারভাবে তামিম বুঝে-শুনে রিটায়ারমেন্টে গিয়েছে।’

‘তারপর কী হলো? বোর্ডের কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। কেন যোগাযোগ করতে চেয়েছিল, কারণ ওই মুহূর্তে তামিমের রিটায়ারমেন্টে যাওয়ার দরকার নেই। তখন প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেক্ষণ কথা বলেছেন, প্রায় দেড়-দুই ঘণ্টার মতো। শেষমেষ যে কথাটা ইম্পর্ট্যান্ট, যে মেসেজটা ছিল- প্রধানমন্ত্রী চেয়েছিলেন তামিম যাতে ওয়ার্ল্ডকাপ খেলে। তামিমও পরে মিডিয়ার সামনে এসে সেই বহিঃপ্রকাশ করেছিল। এরপর আর কথা নেই যে আমি অবশ্যই খেলব’, যোগ করেন সাবেক এই টাইগার অধিনায়ক।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ঘটনার মোড় ঘুরে যাওয়ায় হতবাক মাশরাফি, ‘যে জিনিসটা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়াল, আমার মনে হয় না সেটা নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন ছিল। যদি টিমের কোনো আলোচনা থাকে সেটি কোচ-ক্যাপ্টেন-টিম ম্যানেজমেন্ট যারা আছে; তারা যদি ইন্ডিয়ায় গিয়ে যেটা করার সেটা করতো। এখন কথা আসতে পারে যে তামিমকে ওইখানে গিয়ে অফারটা দেওয়ার পর যদি সে সিনক্রিয়েট করে। পৃথিবীর সব দেশে, সব প্রফেশনাল টিমে এই জিনিসগুলা হয়। ট্যাকটিকালি যদি কোনো সমস্যা হয়, সেটি ম্যানেজ করার দায়িত্ব কোচ-ক্যাপ্টেন ও পার্টিকুলার ওই প্লেয়ারের।’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516