Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

তিস্তায় হু হু করে বাড়ছে পানি, সিকিমে নিখোঁজ ৪৩

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ০৬:৩৩
তিস্তায় হু হু

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মেঘভাঙা বর্ষণের পর আকস্মিক বানের পানিতে ভেসে গেছেন অন্তত ৪৩ জন। নিখোঁজদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর ২৩ সদস্য রয়েছেন। নিখোঁজ সৈন্যদের খোঁজে ব্যাপক পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তিস্তা নদীর তীর উপচে সিকিমের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ২৩ সৈন্যসহ কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যার পানির তোড়ে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের চুংথাং বাঁধের পানি ছেড়ে দেওয়ায় হঠাৎ করে পানির স্তর ১৫-২০ ফুট বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে পার্কিং করে রাখা সেনাবাহিনীর বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর ২৩ সদস্য নিখোঁজ ও কিছু যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তল্লাশি অভিযান চলছে।

ভারতের উত্তরপূর্বের রাজ্য সিকিমে মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর সিকিমের লোনাক হ্রদে মেঘভাঙা বর্ষণের ফলে হ্রদের পানি উপচে পড়েছে। যে কারণে তিস্তা নদীর পানির স্তর হঠাৎ বেড়ে গেছে। সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী। সিকিমে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলেও নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516