Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ভয়াবহ বন্যার শঙ্কা, নিরাপদ আশ্রয়ের খোঁজে তিস্তা পাড়ের মানুষ

রংপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩, ১১:৪১
তিস্তা পাড়ের মানুষ

‘হামার কপালোত শান্তি নাই বাহে। নদীপাড়োত থাকিয়্যাও বুজিন্যা কখন কি হওচে। ভারত থাকি নাকি পানি ছাড়ছে। এ্যলাতো হামার বুক ধরফর করইব্যার নাগচে। কষ্ট করা ধান আর ঘরোত তোলার সুজুগ নাই। চাইরোপাকো মাইকিং করি হামাকগুল্যাক নিরাপদ জাগাত যাবার কওছে। হামরা নিরাপদ জাগাত গেইলেও হামার বাড়িঘর, ক্ষেততো আর নিরাপদ থাকে না। এবার তিস্তাত এগারোবার পানি বাড়িল। প্রত্যেক বছর হামরা সময়-অসময়ে বানের পানিত ডুবি, তাও সরকার হামার নদী বান্দি না দেয়।’  

এভাবেই কথাগুলো বলছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের কেল্লার পাড়ের বাসিন্দা মজিবর রহমান। পেশায় তিনি কৃষক। নিজের সামান্য বসতভিটা আর রয়েছে কয়েকটি ছাগল। এ সবই যেন তার সহায় সম্বল। হাড়ভাঙা খাটুনিতে অন্যের জমিতে এবার বুনেছেন ধানসহ শীতকালীন শাকসবজি। কিন্তু হঠাৎ করে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তলিয়েছে তার স্বপ্ন।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কেল্লার পাড় এলাকায় কথা হয় মজিবর রহমানের সঙ্গে। তিনি বাইসাইকেলে করে ধানের বস্তা নিয়ে যাচ্ছিলেন আশ্রয়কেন্দ্রে। এ সময় তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। কোথায় যাচ্ছেন জানতে চাইতেই মজিবর রহমান জানালেন, ‘লোকজন এসে মাইকিং করছে, বন্যা নাকি ভয়াবহ হবে। এ কারণে আমরা বাড়ির ধান-চাল গবাদিপশু এবং মালামাল সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছি।’

ষাটোর্ধ্ব বয়সী মজিবর রহমানের মতো তিস্তাপাড়ের বাসিন্দাদের মনে এখন বন্যার আতঙ্ক জেঁকে বসেছে। যে যার মতো করে ছুটে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কারণ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উজানের ঢলে ফুলেফেঁপে টইটম্বুর হচ্ছে তিস্তার পেট। কোথাও পানি বাড়ছে আবার কোথাও কমছে, বিপৎসীমা উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে সবার মনে বন্যার শঙ্কার সঙ্গে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠাও।

এদিকে টানা বৃষ্টিতে ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশেও তিস্তায় পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতের উজান থেকে ধেয়ে আসা ঢলে তিস্তা বেষ্টিত রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদী তীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা করা হচ্ছে। সিকিম পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। একইসঙ্গে নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516