Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

৬ বোলার নিয়ে খেলবে বাংলাদেশ, বাদ মাহমুদউল্লাহ!

স্পোর্টস ডেস্ক    :
প্রকাশিত: সোমবার, ০৯ অক্টোবর, ২০২৩, ০১:৫৭
দেশের ক্রিকেটে

বিশ্বকাপের আগমুহূর্তে মাঠের বাইরের ইস্যুতে তুলকালাম অবস্থা ছিল দেশের ক্রিকেটে। সব বিতর্ক পেছনে ফেলে মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানকে মাত্র ১৫৬ রানে আটকে দিয়ে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর ম্যাচসেরা মেহেদী হাসান মিরাজও অকপট জানিয়েছিলেন, এমন জয় ভাবেননি তিনিও।  

স্বস্তির জয়ের পর বাংলাদেশ শিবিরেও স্বস্তির বাতাবরণ। টাইগার ক্রিকেটাররাও আছেন বেশ ফুরফুরে মেজাজে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ভেন্যু প্রথম ম্যাচের ভেন্যু সেই ধর্মশালা। 

ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে ভাবনাচিন্তা চলছে। এ ম্যাচেও কি ৫ জন বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। দর্শক-সমর্থকদের মনে এই প্রশ্ন যেন বারবারই ঘুরে ফিরে আসছে। কেননা আফগানিস্তানের বিপক্ষে শুরুতে উইকেট না তুলতে পারায় একজন বোলার কম নিয়ে খেলার সমস্যাটা ফুটে উঠেছিল বেশ ভালোভাবেই। যদিও মিরাজ ও সাকিবের যুগলবন্দীতে অল্পতেই আটকে যায় আফগানরা। তবে ইংল্যান্ডের বিপক্ষেও একই উইকেট থাকবে এমন প্রত্যাশা করা বোকামি। সেক্ষেত্রে নতুন করে একজন বোলার যুক্ত হতে পারেন দলে। একজন বোলার দলে প্রবেশ করলে স্বাভাবিকভাবেই একজনকে দল থেকে বাদ পড়তে হতে পারে। তখন কে বাদ যাবেন, অপশন আছে দুটি। ওপেনার তানজিদ হাসান তামিম কিংবা মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ধারণা করা হচ্ছে, রিয়াদকেই শেষ পর্যন্ত একাদশের বাইরে থাকতে হতে পারে।

মাহমুদউল্লাহ রিয়াদ যদি ছিটকে পড়েন সেক্ষেত্রে নতুন করে তার জায়গায় দলে প্রবেশ করতে পারেন একজন বোলিং অলরাউন্ডার। তিনি হতে পারেন শেখ মেহেদী হাসান। কেননা ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে ভালোই করেছিলেন মেহেদী। যে কারণে তারই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। এ ছাড়া বিকল্প অপশন হিসেবে নাসুম আহমেদও আছেন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও বেশ ভালো করছেন তিনি। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516