Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আজ থেকে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা

রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ০৯:২৫
দুশ্চিন্তায় জেলেরা

সারা বছরের খরা কাটিয়ে রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে অল্পস্বল্প ইলিশের দেখা মেলার সময়েই শুরু হলো মাছ আহরণ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা। পদ্মার মা ইলিশ রক্ষার জন্য বুধবার রাত ১২টার দিকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। কিন্তু রাজবাড়ির জেলেদের এখন প্রধান দুশ্চিন্তা— ২২ দিনের এই নিষেধাজ্ঞার দিনগুলোতে তারা সংসার চালাবেন কীভাবে।

রাজবাড়ী জেলার চারটি উপজেলাই পদ্মা নদীর তীরবর্তী। এসব উপজেলার অধিকাংশ মানুষই মৎসজীবী। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

জেলায় কার্ডধারী মৎসজীবীর সংখ্যা ১৪ হাজার ৯৩ জন থাকলেও নিষেধাজ্ঞার সময়ে ৪ হাজার ৬৯৩ জনকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানা গেছে প্রশাসনসূত্রে। অভিযান পরিচালনার সময়, জেলা প্রশাসন, জেলা উপজেলা ম্যাজিষ্ট্রট, পুলিশ প্রশাসন, জেলা কমান্ড্যান্ট, উপজেলা প্রশাসনসহ পুলিশ মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে সার্বক্ষনিক আইনশৃঙ্খলা বাহিনী টহলে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এদিকে অভিযান শুরুর আগে থেকেই জেলেদের নৌকা ও জাল নদী থেকে উপরে তুলে রেখেছেন তারা। কিন্তু নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা হিসেবে প্রতি বছরই ভিজিএফের ৮০ কেজি করে চাল জেলে কার্ড ধারী মৎসজীবীদের বিতরণ করা হত।

সরেজমিনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট,সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা,অন্তরমোড়ের নদী তীরবর্তী এলাকায় গিয়ে দেখা গেছে, জেলেরা তাদের মাছ ধরার নৌকা ও ট্রলার নদীর তীরে উঠিয়ে রাখছেন। তাদের কেউ তাদের মাছ ধরার জাল রোদে শুকাতে দিয়েছেন। কেউ বা জাল গুছিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেককে ছেড়া জাল তীরে বসে মেরামত করতেও দেখা গেছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516