Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ০১:৪৮
এইচএসসির ফল

চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ করার প্রস্তুতি গ্রহণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সেই লক্ষ্যে সংশ্লিষ্টদেরকে খাতা মূল্যায়নসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

বোর্ড সূত্র বলছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশে বাধ্যবাধকতা রয়েছে। সেদিক বিবেচনায় নিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে যে কোনো দিন ফল প্রকাশ করতে চায় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ৩০ নভেম্বরকে বেছে নিতে চায়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি চূড়ান্ত করবেন । এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সম্ভাব্য কিছু তারিখ জানিয়ে প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা আশা করছি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নভেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩১ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র এবং ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী। 

এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী অংশ নেন । তাদের মধ্যে এক লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র এবং ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516