Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

হরতালে কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ০২:২৪
ইউএনওর গাড়ি ভাঙচুর

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, গতকাল কিশোরগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন তিনি। সকালে তিনি তাঁর কর্মস্থল ইটনার উদ্দেশ্যে রওনা করেন। তাঁকে সার্কিট হাউস থেকে গাড়িযোগে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাঁকে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সামনে আসতেই পেছন দিক থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারে। এতে গাড়ির দুটি গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ দিকে আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ মোড়ে ও জেলা শহরের জেলাস্মরণী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল সমর্থকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516