Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইজিপি

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ০৩ নভেম্বর, ২০২৩, ০৮:৪৮
আইজিপি

বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘যার বিরুদ্ধে যেই তথ্য সেই মামলায় গ্রেপ্তার হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার নিয়ে আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আইজিপি বলেন, ‘হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে সে মামলা দিচ্ছি আমরা। তাদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায় তাদেরকে ওই মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।’

হামলা ও নাশকতায় পুলিশ সদস্য নিহত-আহত হওয়ার ফলে আগামীতে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে এবং এতে পুলিশের মনোবলে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়’শ বছরের একটি পুরনো প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা গর্বের সঙ্গে, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এ দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হবো না।

‘যেকোনো উসকানির মুখে আমরা আমাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করব। আমাদের যেই প্রশিক্ষণ ও সামর্থ্য আছে সেটি দিয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের মনোবল অটুট এবং চাঙ্গা আছে।’তিনি বলেন, ‘আমরা যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের কেউ আক্রান্ত হয় তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকি। সেটা দেশে হোক কিংবা বিদেশে। আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের মনোবলও অটুট আছে।’

আইজিপি বলেন, ‘আমরা বিভিন্ন অনুষ্ঠানে পেশাদারিত্বের সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করি, গত ২৮ অক্টোবরও আমরা সেভাবেই দায়িত্ব পালনে প্রস্তুত ছিলাম। আমরা নিরাপত্তা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখি কিছু বাসে আগুন দেয়া শুরু হল। পথচারীদের ওপর আক্রমণ, কিছু রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ শুরু হয়। এটা যখন শুরু হয় একজন মানুষের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের কর্তব্য। এই জন্যই আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখেছি যারা আক্রমণকারী দুষ্কৃতিকারীরা মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়েছে বিচারপতিদের বাসভবনে আক্রমণ করেছে। এ সব জায়গায় যখন আক্রমণ শুরু করে তখন আমাদের কী করা উচিত ছিল আমরা আমাদের পেশাদারিত্বের সঙ্গে যেটুকু শক্তি প্রয়োগ করার প্রয়োজন ছিল সেটুকু শক্তিই আমরা প্রয়োগ করেছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই বলতে চেষ্টা করেছেন আমরা নাকি প্রেস লাগিয়ে রাজনৈতিক কর্মীদেরকে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংযুক্ত করেছি। এরা নাকি বিভিন্ন অগ্নিসংযোগ করেছেন। যেটা দিয়ে তারা করেছেন সেটাতেই প্রমাণ হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের সদস্য এই অগ্নিকাণ্ডে জড়িত ছিল। কারা এই অগ্নিকাণ্ড করেছে এটা আপনারা জানেন এবং আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আমি আশা করি দেশবাসীও বুঝতে পেরেছেন।’

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যেকোনো অপচেষ্টা রুখে দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কথিত জো বাইডেনের উপদেষ্টার সঙ্গে বিএনপির নীতিনির্ধারণী দেশে ও বিদেশে তাদের কেউ জড়িত কি না এমন এক প্রশ্নে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘একটা শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যে ধরনের পরিবেশ রাখা প্রয়োজন সেটা যখন আমরা নিশ্চিত করেছিলাম তখন অতর্কিতভাবে মানুষের জানমাল ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয়েছে। আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম। সে সময় আমরা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কেউ উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা তদন্ত করে দেখছি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করছি।’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516