Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বনানী কবরস্থানে সুনসান নীরবতা

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগষ্ট, ২০২৪, ০৫:১৪
1

গত ১৫ বছর ধরে প্রতি বছর ১৫ আগস্টের সকাল থেকে মানুষের পা ফেলার জায়গা থাকতো না বনানী কবরস্থানে। শ্রদ্ধা, ফুলের ডালা, প্রার্থনায় শামিল হতে দলে দলে মানুষের ঢল নামতো এই কবরস্থানে।কারণ, এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে তার পরিবারের নিহত ১৮ জনকে দাফন করা হয়েছিল। সে কারণে প্রতিবছর আওয়ামী লীগসহ তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানাতে আসতো হাজার হাজার মানুষ। কিন্তু এবছর মানুষের ঢল নেই বনানী কবরস্থানে। সুনসান নীরবতা সেখানে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বনানী কবরস্থানে এমন চিত্র দেখা যায়।

এদিন সরেজমিনে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের আনাগোনা নেই। সুনশান নীরবতা পুরো কবরস্থানজুড়ে। করবগুলোতে অন্যান্য বছর ফুলেল শ্রদ্ধায় শিক্ত হতো, তবে এ বছর কবরগুলোতে নেই একটি ফুলের ডালাও। কোনো নেতাকর্মীদের উপস্থিতিও নেই। তবে মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে দুই-একজন নেতাকর্মী কবর জিয়ারত করতে কবরস্থানে প্রবেশ করে আবার বের হয়ে যাচ্ছেন।

বনানী কবরস্থানে পরিচ্ছন্নতার কাজ করে খোরশেদ আলম বলেন, অন্যান্য বছর এই ১৫ আগস্টের দিনে বনানী করবস্থানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা পাওয়া যেত না। কিন্তু আজ কোনো নেতাকর্মীদের এখানে আসতে দেখিনি। কবরগুলোতে অন্যান্য বছর ফুলের ডালার স্তূপ পড়ে যেত। কিন্তু এবার কবরগুলোতে একটিও ফুল নেই। একই রকম বর্ণনা দিলেন বনানী কবরস্থানের বাইরে বসে চা-বিক্রেতা খোকন আহমেদ।  

তিনি বলেন, সকাল থেকে বনানী করবস্থানে কোনো নেতাকর্মীদের আসতে দেখেনি। অন্যান্য বার কবরস্থানের বাইরে এখানে গাড়ির পার্কিং করার জায়গা থাকতো না, ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীরা এখানে আসতেন। কিন্তু আজ ১৫ আগস্ট কোনো মানুষের ভিড় নেই। তবে দুই একজন বিচ্ছিন্নভাবে এসে কবর জিয়ারত করে চলে যাচ্ছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেইদিন ঘাতকের গুলি থেকে রেহাই পাননি। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্টে তার পরিবারের নিহত ১৮ জনকে দাফন করা হয়েছিল এই বনানী কবরস্থানে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516