Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী আজ

নিজস্ব প্রতিবেদক: আমাদেরকণ্ঠ:
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ০৬:৩৬
করোনা ভাইরাস
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে, তবে মৃত্যু এর আগের দিনের মতোই অপরিবর্তিত রয়েছে। এই সময় নতুন ২ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

এরআগে গত রোববার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৩৭ জন। আর মৃত্যু হয়েছিল ২১ জনের। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সবশেষ গত ৭ সেপ্টেম্বর আজকের চেয়ে বেশি রোগী শনাক্ত করা হয়েছিল। ওই দিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২০২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, বর্তমাসে দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। যদিও সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516