Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মাঘ ১৪২৮, ২৭ জানুয়ারী, ২০২২

Facebook Facebook Facebook Facebook

আবারও সুখবর দিলেন সাকিব আল হাসান?

খেলাধুলা ডেস্ক :
প্রকাশিত: শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১, ০২:১২
সাকিব আল হাসান ও শিশির

নতুন বছরকে ঘিরে নতুন পরিকল্পনার কথা জানাচ্ছে ক্রিকেটাররা। তবে এবার বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান যে খবর দিয়েছেন তাতে চমকে গেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে শিশিরের পেটে চুম্বন করছেন সাকিব। বিষয়টি দেখে অনেকে অনুমান করছেন সাকিব আবারও বাবা হচ্ছেন।

সাকিবের পোস্টের নিচে ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা আছে। কী উদ্দেশ্যে এই পোস্ট তা স্পষ্ট নয়।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে শুভ নববর্ষ।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলা'য় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি দুই কন্যা সন্তানের জনক। তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম।

জিএ

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516