Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

কম খরচে ভালো ব্যাটারির ৫ ফোন

অনলাইন ডেস্ক :
প্রকাশিত: সোমবার, ০৮ ফেরুয়ারী, ২০২১, ১০:২৩
প্রতীকি ছবি

স্কুল-কলেজ থেকে শুরু করে বিনোদন কিংবা অফিসসহ যেকোনও কাজে আমরা এখন স্মার্টফোন ব্যবহার করি। বর্তমানে ২৪ ঘণ্টাই ডিভাইসটি কাজে লাগছে। প্রতিনিয়ত স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে বর্তমানে অনেকে ব্যবহারকারী সীমিত বাজেটে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন কিনতে চান। যারা সীমিত বাজেটে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন খোঁজ করেন তাদের ক্ষেত্রে ভিন্ন এক সমস্যা দেখা দেয়। বাজারে সীমিত বাজেটের শক্তিশালী ব্যাটারির অনেক স্মার্টফোন আছে। ফলে কোনটা বাছাই করবেন তা দিয়ে দ্বিধায় পড়েন অনেকে। ভারতের গণমাধ্যম জিবিজ ডটকম একটি প্রতিবেদনে ১০ হাজার রুপির মধ্যে শক্তিশালী ব্যাটারির পাঁচটি স্মার্টফোনের তথ্য তুলে ধরেছে। বাংলাদেশের বাজারে ফোনগুলো ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে বলে জানা গেছে।

রিয়েলমি সি-১১: আপনি যদি সীমিত বাজেটে ফোন কিনতে চান তাহলে রিয়েলমি সি-১১ আপনার পছন্দের তালিকায় থাকতে পারে। ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি সক্ষমতার এই স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫ ইঞ্চির এইচডি প্লাস মিনিড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে রয়েছে। এছাড়া এতে আছে ১৩ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন ডুয়াল ক্যামেরা।

মটো জি৮ পাওয়ার লাইট: বেশ জনপ্রিয়তা পেয়েছে মটোরোলার মটো জি-৮ পাওয়ার লাইট স্মার্টফোনটি। এই ফোনে ব্যাক ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। মটো জি৮ পাওয়ার লাইটের ব্যাটারি ক্ষমতা ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার। এতে ৬ দশমিক ৫ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট। বাংলাদেশের বাজারে ৪ জিবি র্যািম ও ৬৪ জিবি রমের ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এমও২এস: স্যামসাং সম্প্রতি গ্যালাক্সি এম সিরিজের এমও২এস নামের একটি বাজেট স্মার্টফোন নিয়ে এসেছে। এর দুটি ভার্সন রয়েছে। একটি ৩ গিগা র্যাসম ও ৩২ গিগা রম এবং অন্যটি ৪ গিগা র্যা ম ও ৬৪ গিগা রমের। ৬ দশমিক ৫ ইঞ্চির ইনফিনিটি-ভি ডিসপ্লের এই স্মার্টফোনটির ব্যাটারির সক্ষমতা ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার।

শাওমি রেডমি ৯আই: শাওমি রেডমি ৯আই নামের এই স্মার্টফোনটি ৪ গিগা র্যাশম ও ৬৪ গিগা রম এবং ৪ গিগা র্যামম ও ১২৮ গিগা রম ভার্সনে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫৩ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। এর ব্যাটারি ক্ষমতা ৫ হাজার মিলি-অ্যাম্পিয়ার।

রিয়েলমি সি১২: ১০ হাজার টাকা বাজেটের মধ্যে রিয়েলমি স্মার্টফোনটির নাম রিয়েলমি-১২। এটির র্যা ম ৪ গিগা এবং রম ৬৪ গিগা। এতে ৬ দশমিক ৫ ইঞ্চির এলসিডি এইচডিপ্লাস ডিউ-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনটির ব্যাটারি সক্ষমতা ৬ হাজার মিলি-অ্যাম্পিয়ার।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516