Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

নারী দিবসে প্রিয় নারীকে যা উপহার দেবেন

লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: সোমবার, ০৮ মার্চ, ২০২১, ১১:০৫
নারী দিবস

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব-এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের মতো এবারও সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের জন্য এটি বিশেষ একটি দিন।

আজকের দিনে চাইলেই প্রিয় নারী যেমন-মা, বোন, মেয়ে, বান্ধবী, সহকর্মীদেরকে দিবসটির শুভেচ্ছা জানাতে পারেন। যদি তাদেরকে উপহার দিতে চান; তাহলে দেরি না করে ঝটপট পছন্দের জিনিসটি কিনে বিশেষ দিনে প্রিয় নারীকে গিফট করুন। রইলো কিছু আইডিয়া-

  • শাড়ি, গয়না, হাতের আংটি এসবও কিন্তু আপনি দিতে পারেন প্রিয় নারীকে। আপনার মাকে যদি শুভেচ্ছা জানাতে চান, তাহলে তার পছন্দের কোনো রঙের পোশাক, শাড়ি বা গয়না কিনে দিতে পারেন।
  • সব নারীই হ্যান্ডব্যাগ ব্যবহার করে থাকেন। বিশেষ দিনে প্রিয় নারীকে চাইলে একটি সুন্দর ডিজাইনের হ্যান্ডব্যাগ বা পার্স উপহার হিসেবে দিতে পারেন।
  • অনেক নারীই গার্ডেনিং করতে ভালোবাসেন। অর্থাৎ তারা গাছ পছন্দ করেন। তাই এমন নারীদেরকে উপহার দেওয়ার ক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট বা গুডলাক প্ল্যান্ট দিতে পারেন। এতে আপনার প্রিয় নারী খুবই খুশি হবেন।
  • আপনার স্ত্রী বা বন্ধুকে উপহার দেওয়ার সময় চাইলে ফটোফ্রেম দিতে পারে। নিজের সুখময় স্মৃতি ছবিতে ধরে রাখতে চান সবাই। আকর্ষণীয় একটি ফটোফ্রেম হতে পারে নারী দিবসের উপহার। সম্ভব হলে তার নাম খোদাই করা ফ্রেম উপহার দিতে পারেন অথবা নিজের সঙ্গে তোলা চমৎকার কোনো ছবি এঁটে দিতে পারেন।
  • নারী দিবসে স্ত্রীকে যেকোনো সারপ্রাইজও দিতে পারেন কোনো বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন। অথবা চাইলেই ডিনার করাতেও নিয়ে যেতে পারেন।
  • যেসব নারীরা ভ্রমণপ্রিয়; তাদেরকে ট্রাভেল ওয়ালেট উপহার দিতে পারেন। এতে তার আইডিসহ সব কার্ড, কয়েন, ফটো রাখতে পারবেন তিনি।
  • প্রিয় নারীকে উপহার দেওয়ার ক্ষেত্রে হাতে তৈরি কার্ডেও সম্মান ও ভালোবাসা জানাতে পারেন। এতে সুন্দর কিছু উক্তি লিখে উপহার দিতে পারেন বন্ধু, মা অথবা সহকর্মীকে।
  • শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে চকলেট ও ফুল দেওয়ার রীতি যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে। আপনিও চাইলে এভাবেই প্রিয় নারীকে উপহার হিসেবে একগুচ্ছ তাজা ফুল অথবা চকলেট দিতে পারেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516