Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

দেশজুড়ে আলোচনায় যে মসজিদ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ০১:০৩
আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ

অপরূপ সৌন্দর্যের নজরকাড়া নিদর্শন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মসজিদটি দেশজুড়ে বহু মানুষের দৃষ্টি কেড়েছে। অনেকেই ধারণা করছেন নির্মাণশৈলীর দিক থেকে এটি দেশের অন্যতম সেরা মসজিদ হবে।

গত ০২ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করেন কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও দেশ বরেণ্য আলেম-ওলামাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুকুন্দগাঁতী এলাকার বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি মোহাম্মদ আলী সরকারের নির্মিত বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল এলাকার দুস্থ রোগীদের দীর্ঘদিন ধরে বিনামূল্যে সেবা দিয়ে আসছে। ২০১২ সালে তিনি আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদটির ভিত্তিপ্রর স্থাপন করেন। কিন্তু মসজিদটি নির্মাণ শেষ হওয়ার আগেই ২০২০ সালের ০২ আগস্ট মারা যান শিল্পপতি মোহাম্মদ আলী সরকার। এরপর তার ছেলে আমান উল্লাহ সরকার মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন করেন।

রাত এলেই আলোর ঝলকানিতে অপরূপ অবয়বে শোভিত হয় মসজিদটি। চতুর্দিকে রং-বেরঙের আলোকসজ্জা দূরের দর্শনার্থীকেও আকৃষ্ট করে। মসজিদের ভেতেরও রয়েছে একাধিক ঝাঁড়বাতির আলো। বেশ দূর থেকেই মসজিদের গম্বুজ ও নির্মাণাধীন মিনার দু্ইটি দৃষ্টি কাড়ে। রাতের বেলা এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। আর পরিবেশ ও আঙিনা সব মিলিয়ে বেশ শান্ত ও মনোরম।

আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম মো. আরিফুল ইসলাম বলেন, এখানে এক সঙ্গে পাঁচ হাজার মানুষের নামাজের ব্যাবস্থা আছে। উদ্বোধনের দিন এখানে ভেতরে-বাইরে প্রায় ১৫ থেকে ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আড়াই বিঘা জমির ওপর মসজিদটি নির্মান হয়েছে। আমাদের প্রায় ২০ কোটি টাকার মতো খরচ হয়েছে। বর্তমান আমাদের ব্যবস্থাপনা পরিচালক আল আমান স্যারের ইচ্ছা আছে এখানে ৪ জন খতিব নিয়োগ হবে যারা মাসে একবার করে নামাজ পড়াবে। এছাড়াও এখন দুইজন ইমামসহ শুধু মসজিদে ১০ জন কর্মরত আছেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516