Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

শেষ হলো রোটার‍্যাক্ট ক্লাব অব ড্যাফোডিলের ‘স্পার্ক ইওর রোটার‍্যাক্ট নলেজ’

আমাদেরকণ্ঠ প্রতিবেদক :
প্রকাশিত: রবিবার, ০২ মে, ২০২১, ০৪:৫৯
রোটার‍্যাক্ট ক্লাব অব ড্যাফোডিল

বন্ধুত্ব, নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে রোটার‍্যাক্ট ক্লাব অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করেছে অনলাইনভিত্তিক ক্লাব অ্যাসেম্বলি স্পার্ক ইওর রোটার‍্যাক্ট নলেজ

সম্প্রতি অনলাইন মাধ্যমে এই সম্পন্ন হয় এই আয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর মেহেদী মুশফিক শোভন, আইপিপি রোটার‍্যাক্টর সঞ্জীব কুমার বর্মন, পিপি রোটার‍্যাক্টর নাফিজা রহমান মৌ, প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটার‍্যাক্টর মোহাম্মদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ও ডেপুটি প্রক্টর প্রকৌশলী মো. দ্বারা আব্দুস সাত্তার এবং ক্লাবের সম্মানিত পিএসসিসি রোটা. খন্দকার জাকির হোসেন (প্রেসিডেন্ট নমিনি, রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক রোটারি ইন্টারন্যাশনাল রোটার‍্যাক্ট কমিটি মেম্বার পিডিআরার রোটারিয়ান মহিউদ্দিন পলাশ।

বাংলাদেশ-ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে অংশগ্রহণকারী শতাধিক রোটার‍্যাক্টরদের সঙ্গে সেশনে স্পিকার হিসেবে ছিলেন ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট ৩২৮১ এর ডিসট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেন্টেটিভ রোটার‍্যাক্টর কাওসার আহমেদ রুবেল, ডিস্ট্রিক রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টিভ ইলেক্ট রোটার‍্যাক্টর এম মোস্তাফিজুর রহমান, ডিস্ট্রিক রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টিভ নমিনি রোটার‍্যাক্টর কাইয়ুম খান, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টেটিভ রোটার‍্যাক্টর আবু বক্কর সিদ্দিক এবং সাবেক ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টেটিভ রোটার‍্যাক্টর মাসুম উল আলম।

ভিন্ন ভিন্ন পাঁচটি সেশন বক্তরা আলোচনা করেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে কিভাবে বন্ধুত্ব গড়ে তুলতে হবে, একটি ক্লাব সফলভাবে পরিচালনা করার জন্য নেতৃত্বে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, প্রেসিডেন্টের দায়িত্ব কর্তব্য, মিটিং পরিচালনা, প্রজেক্ট ব্যবস্থাপনা এবং বাজেটিং ম্যানেজমেন্ট, আচরণ ও শিষ্টাচার এর উপরে।

প্রায় চার ঘণ্টা দীর্ঘ অনলাইন ভিত্তিক এই ট্রেনিং সেশনে বক্তারা উপস্থিত থেকে আন্তর্জাতিক রোটার‍্যাক্টরদের সকল প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারিয়ান মহিউদ্দিন পলাশ বলেন, বাংলাদেশ তথা বিশ্বে পোলিও মুক্ত করতে রোটার‍্যাক্টরদের ভূমিকা অপরিসীম, সেইসাথে রোটার‍্যাক্টরদের রোটারী ক্লাবের পার্টনার হিসেবে সম্মোধন করে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের অন্যতম সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল যা তরুণ যুবকদের জন্য শেখার অন্যতম প্ল্যাটফর্ম। সেইসাথে তিনি রোটারি লার্নিং সেন্টার ও স্কলারশিপ নিয়ে বিশদ আলোচনা করেন।

প্রোগ্রাম সঞ্চালন করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটার‍্যাক্টর মিতু মনি, সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন পাস্ট প্রেসিডেন্ট রোটার‍্যাক্টর হাসান শাহরিয়ার শাওন।

প্রোগ্রাম শেষে আগামী বছরের প্রেসিডেন্সিয়াল থিম উন্মোচন করা হয়।

রোটারেক্ট ক্লাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যা ২৩ শে জুন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়, ক্লাবটি অটিজম অ্যাওয়ারনেস ও রোটারি ইমারজেন্সি ব্লাড সেল যা করোনা মহামারীর মাঝে জরুরী রক্ত প্রদান করার ক্ষেত্রে বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে।

জিএ

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516