Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বিয়েতে যাওয়ায় ব্যাঙ লাফ করালো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত: শুক্রবার, ২১ মে, ২০২১, ১২:০৮
ব্যাঙ লাফ করালো পুলিশ

ভূরিভোজ করতে অতিথিরা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন । কিন্তু বিয়েবাড়িতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা হয়তো কেউ কল্পনা করেননি। লকডাউনের নিয়মভঙ্গের জন্য তাঁদের ব্যাঙ লাফ দিতে হয়েছে। পরে পুলিশ তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভিন্দ শহরে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্দ শহরের উমারি গ্রামে মহা ধুমধামে একজনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৩০০ অতিথি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একসঙ্গে এত মানুষের জমায়েত করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত লকডাউন নিয়মের চরম লঙ্ঘন। এই গণজমায়েতের খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। বিষয়টি টের পেয়ে অনেকে পালিয়ে যান। তবে যাদের পাকড়াও করতে সক্ষম হয়, পুলিশ তাদের শাস্তি হিসেবে মাঠের পাশে একটি রাস্তায় নিয়ে গিয়ে ব্যাঙ লাফ দেওয়ায়।

ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেখানে দেখা গেছে, প্রায় ১৭ জন পুরুষ সারিবদ্ধ হয়ে ব্যাঙ লাফ দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে বিষয়টি দেখছেন পুলিশ সদস্যরা। একজন ঠিকমতো ব্যাঙ লাফ দিতে না পারায় তাঁকে লাঠি দিয়ে মারতে দেখা যায় এক পুলিশ সদস্যকে। এই শাস্তি দেওয়ার পর লকডাউন চলাকালে এ রকম কোনো গণজমায়েত না করতে তাঁদের সতর্ক করে দেন কর্মকর্তারা। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভারতের অন্যান্য অঞ্চলের মতো মধ্যপ্রদেশেও করোনা পরিস্থিতি খারাপ। গত বুধবার থেকে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যে পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমণ শনাক্ত সাড়ে সাত লাখের মতো। মারা গেছেন ৭ হাজার ২২৭ জন।

জিএ

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516