Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বাবার বাড়ির খরচ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে দেন উপাচার্য!

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ৩১ মে, ২০২১, ০৩:১৭
বাবার বাড়ির খরচ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে নানা অনিয়মের অভিযোগ উঠছে অধ্যাপক এম রোস্তম আলীর বিরুদ্ধে। এবার অভিযোগ উঠেছে, রাজশাহী শহরের পৈতৃক বাড়ির বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল ও গৃহকর্মীর বেতনও কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে মিটিয়েছেন।
সেই অভিযোগের কথা গণমাধ্যমে স্বীকারও করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এই অধ্যাপক। তিনি পাবনার ওই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যান ২০১৮ সালের ৭ মার্চ।

বিশ্ববিদ্যালয়ের কয়েকটি রসিদ ঘেঁটে দেখা যায়, উপাচার্য অধ্যাপক রোস্তম আলী তার রাজশাহীর বাড়ির ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল বাবদ ২ হাজার ৯২৮ টাকা বিশ্ববিদ্যালয় তহবিল থেকে পরিশোধ করেছেন। তহবিলের সেই অর্থ উপাচার্য কর্তৃক অনুমোদন করা হয় ২০২০ সালের ১৯ এপ্রিলে। এভাবে বেশ কয়েক মাস বিশ্ববিদ্যালয়ের অর্থ পৈতৃক বাড়ির কাজে লাগিয়েছেন। এ ছাড়া ওই বাড়ির ইন্টারনেট বিল বাবদ বেশ কয়েক মাস তিন হাজার টাকা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয় তহবিল থেকে।
উপাচার্য রোস্তম আলী বেশ কয়েক মাস ওই বাড়ির বিদ্যুৎ ও ইন্টারনেট বিলের পাশাপাশি গৃহকর্মীর বেতনও নিয়েছেন বিশ্ববিদ্যালয় তহবিল থেকে, যে গৃহকর্মীর মাসিক বেতন সাড়ে তিন হাজার টাকা।

রাজশাহীর পৈত্রিক ওই বাড়ির বিভিন্ন খরচবাবদ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে গড়ে সাড়ে ৯ হাজার টাকা তুলেছেন উপাচার্য রোস্তম আলী।

যদিও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের যে বাংলো রয়েছে, সেখানে পিয়ন, গৃহকর্মীসহ সব ধরনের সুবিধা আছে। এই বাংলোর সব ধরনের খরচ বিশ্ববিদ্যালয় বহন করে। উপাচার্য রোস্তম আলী বেশির ভাগ সময় এই বাংলোতে থাকেন। তার ছেলে থাকেন রাজশাহীর বাড়িতে।

অভিযোগ স্বীকার করে উপাচার্য অধ্যাপক এম রোস্তম আলী গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ। আমি কয়েক মাস এমনভাবে বিল নিয়েছি। কিন্তু সর্বশেষ অডিট হওয়ার পর থেকে আমি আর এসব বিল নিই না। আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তোলা হয়। এসব আসলে ষড়যন্ত্রের অংশ।

জিএ

 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516