Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

স্বর্ণের পাতায় লেখা কোরআন, মূল্য কোটি টাকা

আমাদেরকণ্ঠ ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ০১ জুন, ২০২১, ১১:১৮
স্বর্ণের কোরআন

মহামারির এ আবহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে চলতি বছরের আবুধাবি আন্তর্জাতিক বইমেলা। তবে এবারের মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মেলার প্রদর্শনীতে পাঁচ লাখ দিরহাম মূল্যের স্বর্ণের পাতায় লেখা পবিত্র কোরআন শরীফের একটি কপিও রাখা হয়েছে।

২৪ ক্যারেট সোনার তৈরি পৃষ্ঠায় কোরআনের মূল্যবান এ কপিটি লেখা হয়েছে। এর মূল্য বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১৫ লাখ ৬২ হাজার ১৪৩ টাকা বা এক লাখ ৩৬ হাজার ১২১ ডলার। বইমেলায় অংশ নেয়া অস্ট্রিয়ার প্রকাশনা প্রতিষ্ঠান আদিনা গারাজের নির্বাহী পরিচালক পাওল স্ট্রোলিজ বলেন, এ বছরের আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়ে আমরা কয়েক শতাব্দির পুরনো দুর্লভ অনেক পাণ্ডুলিপি প্রদর্শনীতে নিয়ে এসেছি।

আদিনা গ্রাজের প্যাভিলিয়নে অনেক দুর্লভ পাণ্ডুলিপি ও প্রাচীন বইপত্র পাওয়া যাবে। এর মধ্যে পাঁচ লাখ দিরহাম মূল্যের পবিত্র কোরআনের একটি কপি আছে। পবিত্র কোরআনের এমন কপি বিশ্বে মাত্র ১০টি আছে। বইমেলার প্রাচীন পাণ্ডুলিপির প্যাভিলিয়নে স্বর্ণাক্ষরে লেখা পবিত্র কোরআনের কপিটি দেখা যাবে। মেলার এ স্থানে এসে দর্শনার্থীরা ইতিহাসের দুর্লভ পাণ্ডুলিপি, বই ও উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পর্কে জানতে পারবেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516