Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বাংলাদেশের কাওছার পেলেন ভারতের 'সায়েন্টিস্ট অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড

নোবিপ্রবি প্রতিনিধি :
প্রকাশিত: মঙ্গলবার, ০১ জুন, ২০২১, ০৭:৩২
বাংলাদেশের কাওছার

সম্মানজনক পুরস্কার ‘সায়েন্টিস্ট অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী ও তরুণ গবেষক আহমেদ কাওছার। ভারতের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 'সায়েন্স, রিসার্চ অ্যান্ড ইনোভেশন' ক্যাটাগরিতে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

জানা গেছে, সর্বমোট ২০টি ক্যাটাগরির মধ্যে সায়েন্স, রিসার্চ ও ইনোভেশন ক্যাটাগরিতে বর্ষ সেরা গবেষক হিসেবে নির্বাচিত হয়েছেন কাওছার। চলতি বছরসহ তার বিগত বছরের সব গবেষণার উপর ভিত্তি করে তাকে এই পদকে ভূষিত করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আহমেদ কাওছার বলেন, ২০টি ক্যাটাগরিতে ১০০ জন প্রতিযোগীকে তাদের ফিল্ডে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দেবে বলে একমাস আগে অন্য সবার সাথে আমাকেও নমিনেশন দেয়া হয়। আমিও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। কয়েক হাজার লোককে তারা নমিনেশন দেয়। আমি কখনো ভাবিনি আমি 'সায়েন্টিস্ট অব দ্য ইয়ার' অ্যাওয়ার্ড পাব। আমি খুবই অবাক হয়েছি। কারণ সেখানে যারা আমার প্রতিযোগী ছিল তারা বেশিরভাগ বড় মাপের বিজ্ঞানী, অধ্যাপক ও গবেষক। আর সবার এক্সপেরিমেন্ট ২০-৩০ বছর হবে। যা আমার বর্তমান বয়সের চেয়েও বেশি। আমি ধরেই নিয়েছিলাম এটি আমার দ্বারা সম্ভব না। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি সেই পদকের জন্য নির্বাচিত হয়েছি।

আহমেদ কাওছার এর আগে সিঙ্গাপুর, মরক্কো, ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে সেরা গবেষক পদক পেয়েছেন। রবি ও ভেঞ্জার ২ তে চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৯ সালে ন্যাশনাল বেসিস আইসিটি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। 'সায়েন্টিস্ট অব দ্য ইয়ার' তার সপ্তম ইন্টারন্যশনাল অ্যাওয়ার্ড। সবমিলিয়ে তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১১।

বর্তমানে তিনি হিসাব লিমিটেড এ আর্টিফিশিয়াল সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টিভেন্স ইন্সটিটিউট অব টেকনোলজিতে প্রভোস্ট ডক্টরাল ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এবং যুক্তরাষ্ট্রে সেই পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

জিএ

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516