Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন চারবার হাত বদলেছে

আমাদের কণ্ঠ:
প্রকাশিত: শনিবার, ১২ জুন, ২০২১, ০৮:৫৪
চারবার হাত বদলেছে

১২ দিন আগে ছিনতাই হওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ছিনতাইকারীকে শনাক্ত করতে পেরেছে। তবে ইতোমধ্যে ফোনটি চারবার হাত বদলেছে। 

শুক্রবার (১১ জুন) পুলিশের মিরপুর ডিভিশনের ডেপুটি কমিশনার এ এস এম মাহাতাবউদ্দিন বলেন, বিজয় সরণির মডেল বিমানটির নিচে এক ভবঘুরে থাকতো। সে-ই মন্ত্রীর মোবাইলটি কেড়ে নেয়, এসময় সে লাল রঙের টিশার্ট পরে ছিল। তবে ওই এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় মন্ত্রীর গাড়ি চালক ও গানম্যানের সহায়তা নিয়ে ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। আমরা ওই এলাকার ফুটপাথের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছি। তাদের বর্ণনার সঙ্গে আমাদের কাছে থাকা তথ্য মিলিয়ে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

মাহাতাবউদ্দিন বলেন, এধরনের অপরাধের সঙ্গে জড়িত এক গ্যাঙয়ের সাব-ডিলারের কাছে মুঠোফোনটি বিক্রি করে দেয় ওই ছিনতাইকারী। 

পরবর্তীতে ওই চক্রের মূল হোতা ৩৫ হাজার টাকা মূল্যে মুঠোফোনটি রাজধানীর এক শোরুমের মালিকের কাছে বিক্রি করে দেন। তার একদিন পর ওই শোরুমের মালিক এক ব্যক্তির কাছে সেটি বিক্রি করে দেন। মুঠোফোনটি বর্তমানে তার কাছে আছে। 

বর্তমানে যার কাছে মুঠোফোনটি আছে তিনি হয়তো শুনেছেন এটি পরিকল্পনামন্ত্রীর। একারণে ভয় পেয়ে সিম কার্ড ঢোকাননি। ঘটনার এক ঘণ্টার মধ্যেই মন্ত্রী তার সিম কার্ড রিপ্লেস করে নেওয়ায় আমাদের কাজ আরও জটিল হয়ে পড়েছে। 

তিনি জানান, পুলিশ বেশ কয়েকটি আইফোন টেন হ্যান্ডসেট উদ্ধার করেছে, কিন্তু এর কোনোটিই মন্ত্রীর নয়। মন্ত্রীর মুঠোফোনটির দাম প্রায় এক লাখ টাকা। 
নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর ডিভিশনের পুলিশের এক কর্মকর্তা জানান, তারা মুঠোফোনটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছেন।

আমরা বিজয় সরণি, চন্দ্রিমা উদ্যান ও আশেপাশের এলাকার কয়েক ডজন ভবঘুরে, হকার ও পথশিশুকে জিজ্ঞাসাবাদ করেছি। মিরপুর ও তেজগাঁও থানার প্রায় এক ডজন পুলিশ কর্মকর্তা এ কাজে সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন, বলেন তিনি। 

পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হুমায়ুন কবির জানান, তিনি প্রতিদিন পুলিশের কাছ থেকে আপডেট পাচ্ছেন। মন্ত্রী দ্রুতই সিম কার্ড রিপ্লেস করে ফেলার কারণেই হয়তো মুঠোফোনটি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

তেজগাঁও ডিভিশনের ডেপুটি কমিশনার মো. শহিদুল্লাহ জানান, তার ডিভিশনের পুলিশ কর্মকর্তারাও মুঠোফোনটি উদ্ধারে সহযোগিতা করেছেন।

সাবেক সাব-ইন্সপেক্টর ও বর্তমানে শিক্ষা ক্যাডারের সদস্য ইসমাইল হোসেন জুয়েল তার ছয় মাস কর্মরত সময়ে ৭০টির বেশি মুঠোফোন উদ্ধার করেছেন। তিনি জানান, মুঠোফোনে সিম কার্ড না থাকলে কোনও প্রযুক্তির মাধ্যমেই তা শনাক্ত করা সম্ভব নয়। শুধু মুঠোফোনে সিম কার্ড সংযুক্ত করার পরই আমরা শতাধিক মুঠোফোন উদ্ধার করেছি।

উল্লেখ্য, রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বিজয় সরণী সিগন্যালে তিনি যখন নিজের গাড়িতে বসে ছিলেন, তখন তার মোবাইল ফোন ছিনতাই হয়। তার গাড়ির জানালার কাঁচ নামানো ছিল। মন্ত্রী তখন মোবাইল ফোনটি ব্যবহার করছিলেন। হুট করেই তার হাত থেকে অজ্ঞাতপরিচয়ের ওই ভবঘুরে ফোনটি ছিনিয়ে নেয়।

জিএ

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516