Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

পুলিশ ম্যাজিকের মতো কাজ করে বিশ্বাস ছিল না: পরীমনি

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৯:০১
পরীমনি

আনুষ্ঠানিক অভিযোগের পর পুলিশ ‘ম্যাজিকের মত’ সহযোগিতা এবং আসামীদের গ্রেপ্তার করেছে বলে নিজের ‘সন্তুষ্টির’ কথা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

পরীমনি বলেন, পুলিশ বন্ধুসুলভ আচরণ করেছে। পুলিশ, হারুন স্যার অনেকটা ম্যাজিকের সবকিছু করেছে। এতটা তাড়াতাড়ি পুলিশ আমাকে সহযোগিতা করবে, সেটা আমি ভাবতে পারি নাই। কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম গ্রেপ্তার করা হয়েছে। আমার বিশ্বাস, আমি অভিযোগের ব্যাপারে সঠিক বিচার পাব। পুলিশের উপর আমার আস্থা আছে।

ঢাকা বোট ক্লাবে ব্যবসায় নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনার পর প্রথম দিকে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার সুরে কথা বলেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা।
৮ জুন ঘটনার রাতে বনানী থানায় গিয়ে নির্যাতনের বিষয়ে অভিযোগ করলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না পাওয়ার অভিযোগ করেছিলেন ফেইসবুক পোস্টে ও সংবাদ সম্মেলনে।

বনানী থানা পুলিশ অবশ্য পরীমনি কোনো অভিযোগ করেনি বলে বরাবরই দাবি করে আসছে। বিরুলিয়ায় অবস্থিত বোট ক্লাব সাভার থানায় অর্ন্তগত হওয়ায় সোমবার নাসিরসহ পাঁচ জনের বিরুদ্ধে   মামলা করেন তিনি। ওইদিনই আসামিদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে পরীমনি বলেন, আমাকে ডিবি পুলিশ ডাকেনি আমি নিজে থেকে এখানে এসেছি। আমাকে কাজে ফিরতে হবে, এটা কিন্তু আমি নিজে নিজে ফিরেছি। সবাই হয়ত আমাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু আমাকে তো কাজে ফিরতে হত।

মঙ্গলবার বিকাল চারটার একটু আগে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পৌঁছান।

গোয়েন্দা পুলিশের এই কার্যালয়ে ঢোকার পর পরীমনিকে নিয়ে যাওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদের কক্ষে। সেখানে আরও উপস্থিত ছিলেন ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার ও মহানগর পুলিশের গুলশান জোনের উপকমিশনার মশিউর রহমান।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে পরীমনি আরও বলেন, আমি কতটা শকড হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই আমাকে কতো ভালোবাসে আমি সেটা দেখে অভিভূত। আমি এখন উঠে দাঁড়াতে পারছি।

ডিবি কার্যালয়ে এই চিত্রনায়িকার সঙ্গে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি।
জিএ

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516