Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

লকডাউনেও “সুস্থ শরীর সুন্দর মন”

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার, ৩০ জুন, ২০২১, ০১:৩৮
নাস্তা

ডিম বাদ দিয়ে বাদাম ভাজা বা ছোলা সেদ্ধ করে মিশিয়ে খেলেও চমৎকার লাগবে। বিভিন্ন রকম তাজা ফলের কুচি আর সামান্য চাটমসলা দিয়ে ফ্রুট সালাদও আপনার খিদের দারুণ সমাধান হতে পারে।

লকডাউনে সারা দিন শুয়ে-বসে থাকাতে একঘেয়ামি চলে আসে। তখন মনে হয় কিছু একটা খাই। বিশেষ করে বিকেলে ভাজাপোড়া, পিজ্জা, নুডুলস, বার্গার মুড়ি ইত্যাদি খেতে মন যা উচ্চ ক্যালরিসম্পন্ন এবং শরীরকে মোটা করে দেয়।

তাই আমাদের এমন কিছু খেতে হবে বিকালের নাস্তায় যা আমাদের 

কী হতে পারে সেই খাবার?

বিকেলের নাশতায় সালাদ হতে পারে দারুণ একটা অপশন। নানাভাবে এটা তৈরি করা যায়।

যেমন ধরুন হালকা সেদ্ধ করা বিট বা গাজর কুচি করে নিয়ে পানি ঝরানো টক দই, চাটমসলা, কাঁচা মরিচ, বিট লবণ মিশিয়ে খেতে হেভি লাগে। এই পদটি অল্পতেই আপনার পেটকে পূর্ণ করে ফেলে কিন্তু ক্যালরি কম দেয়।
শসা, গাজর, টমেটো দিয়েও সালাদ হতে পারে। সঙ্গে কাঁচা মরিচ ও বিট লবণ থাকলে স্বাদটা হবে দারুণ।

সেদ্ধ ডিম, শসা, টমেটো, লেটুসপাতা, লবণ, কাঁচা মরিচ আর লেবুর রস মিশিয়ে বানানো যায় ডিম সালাদ।
ডিম বাদ দিয়ে বাদাম ভাজা বা ছোলা সেদ্ধ করে মিশিয়ে খেলেও চমৎকার লাগবে। বিভিন্ন রকম তাজা ফলের কুচি আর সামান্য চাটমসলা দিয়ে ফ্রুট সালাদও আপনার খিদের দারুণ সমাধান হতে পারে।

সালাদ না করে আস্ত ফলও খেতে পারেন। এখন আমের সিজন। চাইলে একটা আম খেয়ে নিতে পারেন, দুটো খেলেও সমস্যা নেই। তবে এর বেশি নয়। কারণ আমের চিনি আপনার ওজন বাড়িয়ে দিতে কাজ করবে।

নাশতা হিসেবে বাদাম দারুণ একটা অপশন। আখরোট, কাঠবাদাম, চিনাবাদাম, সূর্যমুখীর বীজ তাওয়ায় ভেজে নিন। কিছু সময় ফ্যানের নিচে রেখে ঠাণ্ডা করুন। তার মধ্যে শুকনো ক্র্যানবেরি, কালো আঙুর, কিশমিশ মেশান। ড্রাই ফুডের এই মিশ্রণটি বোতলে ভরে রেখে দিন। বিকেলে খিদে পেলে এক মুঠো নিয়ে আস্তে আস্তে খান। আপনার খিদে মেটাবে, পাশাপাশি আপনার হার্টকেও সচল রাখবে।

বিকেলে খাওয়ার জন্য পপকর্ন একটা ভালো অপশন হতে পারে। খুব বেশি লবণ এড়িয়ে এক বাটি পপকর্ন খান।

মরিচ, ধনেপাতা, লেবুর রস, বিট লবণ দিয়ে ভুট্টা বা ছোলা সেদ্ধ খেলে আপনার জিহ্বা এবং পেট দুটোই খুশি হবে। সঙ্গে খুব অল্প করে মুড়িও মিশিয়ে নিতে পারেন।
 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516