Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

করোনায় বাবাকে হারিয়ে ছেলের অক্সিজেন জেনারেটর আবিষ্কার

পাবনা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ০৬:২৫
অক্সিজেন জেনারেটর আবিষ্কার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে বাবাকে হারিয়েছে। সেই কষ্ট থেকে নিজেই বাতাস থেকে অক্সিজেন তৈরির জেনারেটর উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ। তার আবিষ্কৃত এই অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট আশা জাগিয়েছে পাবনাসহ পুরো দেশবাসীকে। ইতোমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনোভেশন টিমের বিশেষজ্ঞ টিম তারিফের উদ্ভাবন মেশিনটি দেখেছে। তারা কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সেগুলো নিয়ে কাজও চলছে।

এদিকে পাবনা জেনারেল হাসপাতালে নিজের প্ল্যান্ট থেকে পরীক্ষামূলক অক্সিজেন তৈরি করে ইতোমধ্যেই দেখিয়েছে তারিফ। তার এ প্ল্যান্টে প্রতি মিনিটে ২৫ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে বলে দাবি তারিফের। ল্যাব টেস্টে উত্তীর্ণ হলে কোভিড আক্রান্ত রোগীর অক্সিজেন সরবরাহের সংকট অনেকাংশেই পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিক্ষক, শিক্ষার্থীসহ ঈশ্বরদীবাসী আশায় বুক বেঁধেছে এ আবিষ্কার ল্যাব টেস্টে উত্তীর্ণ হয়ে করোনা রোগীদের প্রাণ বাঁচাতে বড় ভূমিকা রাখবে।

ঈশ্বরদী শহরের কলেজ রোডে মশুড়িয়া পাড়া বকুলের মোড় এলাকার নিজ বাড়িতে মা-ভাইয়ের সঙ্গে বসবাস করে তারিফ। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট নিয়ে তার বাবা আব্দুস সালাম গত বছরের ২ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তাহের মাহমুদ তারিফ জানায়, গত বছরের ২ আগস্ট তার বাবা হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার চোখের সামনে মারা যান। অক্সিজেনের অভাবে মানুষের শ্বাস নেওয়ার চেষ্টার যে যন্ত্রণা, তা সে সামনে থেকে দেখেছে। সেখান থেকেই অক্সিজেন জেনারেটর ও কনসেন্ট্রেটর উদ্ভাবন করার জন্য উঠে পড়ে লাগে সে।

কিশোর এ উদ্ভাবক জানায়, সাধারণত প্রতি মিনিটে ১০ থেকে ১৫ লিটার অক্সিজেন সরবরাহ করে এমন অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। তার উদ্ভাবিত যন্ত্রটি প্রতি মিনিটে ২৫ লিটার অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। এটি স্থানীয় উপকরণে তৈরি খরচ পড়েছে প্রায় ৬৫ হাজার টাকার মতো। সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে এটি তৈরি করতে সময় লেগেছে ২৪ দিনের মতো। তবে পরবর্তী সময়ে ২০ থেকে ৩০ হাজার টাকায় তৈরি সম্ভব।

তারিফের মা তসলিমা খাতুন জানান, তারিফের সাফল্যে আমার বুকটা ভরে গেছে, যেটা বলে বোঝাতে পারব না। তার বাবার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে আমার ছেলে। অক্সিজেনের অভাবে তার বাবাকে মারা যেতে দেখেছে সে। এ কারণেই তারিফের এই উদ্যোগ।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516