Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বাবর কি পারবেন কোহলিকে ছাড়িয়ে যেতে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০২:৪৮
বাবর, কোহলিক

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন— কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন কোহলি। 

টেস্ট ও ওয়ানডে মিলে সর্বোচ্চ ১০০ সেঞ্চুরির ইতিহাস গড়ে অবসর নেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন। টেস্ট ও ওয়ানডে মিলে ইতোমধ্যে ৭০ সেঞ্চুরি করেছেন কোহলি। টেন্ডুলকারকে স্পর্শ করতে কোহলির আর প্রয়োজন ৩০টি শতক। ক্রিকেট মাঠে কোহলি যেভাবে দাপুটে ব্যাটিং করছেন, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ১০০ সেঞ্চুরি পেতে তেমন বেগ পাওয়ার কথা নয়! 

ক্রিকেট ক্যারিয়ারের বয়স, রেকর্ড, পরিসংখ্যান, অর্জন, প্রাপ্তিতে কোহলির সঙ্গে তুলনাই চলে না পাকিস্তানের অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান বাবর আজমের। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বাবর। কোহলি ততদিনে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। কোহলির সেঞ্চুরি এখন ৭০টি, বাবরের ২০টি। পারফরম্যান্সে অন্যান্য অনেক পার্থক্য তো আছেই।

তবু তুলনাটা প্রায়ই চলে দুজনের রান ক্ষুধা, তাড়না ও ব্যাটসম্যানশিপের কারণে। বেশ কয়েকটি মাইলফলকে কোহলির চেয়ে দ্রুতগতিতেই এগোচ্ছেন বাবর। ক্যারিয়ার শেষে কে এগিয়ে থাকবেন— কোহলি নাকি বাবর? ভারতীয় একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার তুলে ধরার চেষ্টা করেছেন কোহলি ও বাবর আজমের ক্যারিয়ার শেষের সম্ভাব্য ছবি।

ক্রিকেট ইতিহাসে এ দ্রুতগতির পেসার বলেন, বিরাট কোহলির এখন আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি। আগামী ৫ বছরে সে ৩০টি সেঞ্চুরি করবে। আমি চাই সে ১১০ বা ১২০টি সেঞ্চুরি করুক। 

তিনি আরও বলেন, কোনো সন্দেহ নেই, বাবর আজম হয়তো পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান হয়ে যেতে পারেন। তবে সে জন্য তার সময় লাগবে। আরও ১০ বছর পর আমরা বিবেচনা করতে পারি কোহলি ও বাবর কোন অবস্থানে আছে।
 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516