Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

স্ত্রী-মেয়ের লাশের পাশে বসে ছিলেন মুকুন্দ

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১০:২২
স্ত্রী-মেয়ের লাশের পাশে বসে ছিলেন মুকুন্দ

রাজধানীর কামরাঙ্গীর চরের একটি বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো ফুলবাশি রানী (৩৪) এবং মেয়ে সুমি রানী(১১)। গতকাল শনিবার কামরাঙ্গীর চরের নয়াগাঁও এলাকার ৩ নম্বর গলির তুলাগাছতলায় একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের দেওয়া তথ্যে পুলিশ লাশ উদ্ধারের সময় ফুলবাশি রানীর স্বামী গৃহকর্তা মুকুন্দ চন্দ্র দাস (৩৬) ও আরেক কন্যা ঝুমা রানীকে (১৪) জীবিত উদ্ধার করে। পুলিশ কর্মকর্তারা বলছেন, এ সময় মুকুন্দ চন্দ্রকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। তাঁকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝুমা পুলিশকে জানিয়েছে, ভোরে ঘুম ভাঙলে সে তার বাবাকে দেখেছে ছোট বোনের গলায় পলিথিন পেঁচিয়ে রাখতে। আর সকালে ঘুম ভাঙলে মা ও বোনের লাশ খাটে এবং বাবাকে মেঝেতে বসে থাকতে দেখে ঝুমা। দুজনের গলায়ই আঘাতের চিহ্ন দেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দড়িসহ কিছু আলামত উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ক্রাইম সিন ইউনিট।

ফুটপাতের সবজি বিক্রেতা মুকুন্দর সংসারে করোনাকালের অনটনে কলহ চলছিল। আলামত দেখে পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, মুকুন্দ তাঁর স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ছারপোকা মারার ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। 

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেন, ‘দুজনের লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে মুকুন্দ ও তার বড় মেয়ে ঝুমাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। গত রাতে মা ও দুই মেয়ে খাটে ঘুমানো ছিল, আর মুকুন্দ মেঝেতে ঘুমিয়ে ছিল। ভোরের দিকে বড় মেয়ে একটা কিছু দেখেছে বলে পুলিশকে জানিয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিষয়টি বলা যাচ্ছে না।’


 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516