Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

রুপচর্চায় বরফের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ১২:৩১
বরফ

রূপচর্চায় বরফের ব্যবহার অনেকদিন ধরে চলে আসছে। প্রাচীনকালে যখন ফেসিয়ালের চল ছিলো না তখন মানুষ বরফ দিয়ে রুপচর্চা করত। আবার অনেক খ্যাতনামা তারকারা রুপচর্চায় বরফের প্রয়োজনীয়তা বারবার তুলে ধরেছেন।

বরফের উপকারিতার কথা চলুন জেনে নেওয়া যাক।

১) বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। এ কথা অনেকে জানেন। কিন্তু মুখের অন্য কোনও ফোলা ভাবও অল্প সময়ে কমিয়ে দিতে পারে বরফ এ কথা অনেকের অজানা।  এজন্য মেকআপ করার আগে মুখে কিছুটা বরফ ঘষে নিন।

২) অনেক সময়ে চেহারায় ঔজ্জ্বল্য চলে যায়। কখনও চোখ-মুখে ক্লান্তির ছাপ পড়ে যায়। তা থেকে মুক্তি দিতে পারে বরফ। মিনিট খানেক ভালো ভাবে মুখে বরফ ঘষলে ফিরে আসবে জেল্লা।

৩) ত্বকের প্রদাহও কমে বরফ দিলে। তাতে স্বাভাবিক চেহারা ফিরে আসে।

 মুখে বরফ দেওয়ার আগে যে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে:

১) কোনভাবে বেশিক্ষণ এক জায়গায় বরফ চেপে ধরে রাখা ঠিক নয়। বরফ দেওয়া মানেই তা ঘষতে হবে। না হলে চামড়ায় বরফের দাগ পড়ে যেতে পারে।

২) বরফ সরাসরি ত্বকে দেওয়া ঠিক নয়। কোনও একটি পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে নিয়ে তারপর দিতে হবে।

৩) বরফ দেওয়ার পরে অনেকের মুখেই লাল ভাব দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে তা বেশিক্ষণ থেকে যায়। এমন হওয়ার প্রবণতা থাকলে খুব অল্প সময়ের জন্য বরফ ব্যবহার করতে হবে। অথবা মুখে কোনও হালকা ফেসপ্যাক লাগিয়ে তার উপর দিয়ে বরফ লাগাতে হবে।

বরফ দিলে ত্বক টান টান হয়ে যায়। এজন্য অবশ্যই ভালো ময়েশ্চারাইজার লাগাতে হবে। পারলে অ্যালোভেরা জেলও লাগাতে পারেন।
  
 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516