Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

কাটার মাস্টার মোস্তাফিজের জন্মদিন আজ

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৭
মুস্তাফিজুর রহমান

ক্যারিয়ারের একেবারে শুরু থেকে লাইমলাইটে তিনি। ২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে যাত্রা শুরু মুস্তাফিজুর রহমানের।

সেই ম্যাচে ১৯ বছরের মুস্তাফিজ শাহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো ঝানু দুই উইকেট তুলে আভাস দিয়েছিলেন নিজের প্রতিভার।

পুরো বিশ্ব মুস্তাফিজকে ভালোভাবে চেনে দুই মাস পর। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে ঘটিয়ে দেন তুলকালাম। ওয়ানডে অভিষেকের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট! ধোনির ভারতের বিপক্ষে এমন পারফরম্যান্সে ক্রিকেট বিশ্ব মজে যায় দ্য ফিজের জাদুতে।

শেন ওয়ার্নের দেয়া 'দ্য ফিজ' নামে এখন পুরো বিশ্বে পরিচিত মুস্তাফিজের জন্ম ৬ সেপ্টেম্বর, ১৯৯৫ সালে সাতক্ষীরায়। জেলা পর্যায়ের ক্রিকেট খেলে শুরু। বিসিবির পেইস বোলিং ফাউন্ডেশনে ভর্তি হয়ে পেইস বোলিংয়ে ঝানু হতে শেখা। এরপর বয়সভিত্তিক ক্রিকেট ও ঘরোয়া ক্লাব। তারপর জাতীয় দলে উত্থান ২০১৫ সালে।

সেই থেকে বাংলাদেশের সীমিত ওভারের ম্যাচে মুস্তাফিজ এক রকম অপরিহার্য। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পরের বছর তার ডাক পড়ে আইপিএলে। ২০১৬ সালের টুর্নামেন্টের সেরা উদীয়মান তারকা হন বাংলাদেশের এই বাঁ-হাতি পেইসার। এরপর থেকে টানা খেলছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ইংল্যান্ডের কাউন্টিতেও সুযোগ পান মুস্তাফিজ। ঐতিহ্যবাহী সাসেক্স তাকে দলে টানে ২০১৬-তেই। ওই বছর খেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

২০১৯ সালে খেলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপ। ২০ উইকেট নিয়ে হন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। মাঝের এক-দেড় বছর সাইড স্ট্রেইনে ভুগে উজ্জ্বলতা হারান বোলিংয়ের। তবে পুনর্বাসন প্রক্রিয়া ও ফিটনেস ট্রেনিং শেষে আবারও পরিচিত ঢংয়ে ফিরেছেন তিনি। নিজেকে প্রতিষ্ঠা করেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে।

টাইগারদের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার ছায়ায় বেড়ে ওঠা মুস্তাফিজ নিজেই এখন দলের তরুণদের আদর্শ। তার জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন মাহেদী হাসান ও শরীফুল ইসলামের মতো তরুণ সদস্যরা।

সাম্প্রতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা গেছে ফিজের কাটার, স্লোয়ার ও অন্য ভ্যারিয়েশনগুলো। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই যেন নিজের সেরা ফর্ম ফিরে পেয়েছেন মুস্তাফিজ।

যেটা বাংলাদেশের জন্য দারুণ খবর। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব-মুশফিক-রিয়াদের অভিজ্ঞতার পাশাপাশি দ্য ফিজের বোলিং জাদুর দিকেও তাকিয়ে থাকবে টাইগাররা।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516