Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

তালেবানের অস্থায়ী সরকার গঠন নিয়ে যা বলছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৫
তালেবানের অস্থায়ী সরকার গঠন নিয়ে যা বলছে বাংলাদেশ

আফগানিস্তানে তালেবানের অস্থায়ী সরকার গঠন দেশটিতে অর্ন্তভুক্তিমূলক প্রতিনিধিত্বশীল সরকার গঠনের পথকে সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জেষ্ঠ্য কর্মকর্তা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন।


কট্টরপন্থী তালেবান নেতা মোল্লা হাসান আকুন্দকে প্রধানমন্ত্রী এবং মোল্লা আব্দুল গনি বারাদার ও মৌলভী আব্দুস সালাম হানাফিকে উপ-প্রধানমন্ত্রী করে তালেবান অর্ন্তবর্তিকালীন সরকার গঠন করেছে। তালেবানের অর্ন্তবর্তি সরকারে কোনো নারী প্রতিনিধি রাখা হয়নি।

জানতে চাইলে নেদারল্যান্ডস সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার যুগান্তরকে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি’। অপরদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেছেন, ‘আফগানিস্তানে অর্ন্তবর্তি সরকার গঠিত হয়েছে। বিষয়টি আমরা নোট নিয়েছি। আমরা আশা করব, অস্থায়ী সরকার গঠনের মাধ্যমে আফগানিস্তানে অর্ন্তভুক্তিমূলক প্রতিনিধিত্বশীল সরকার গঠনের পথ সুগম হবে’।

তালেবানের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেবে কিনা জানতে চাইলে মাশফি বলেন, ‘এটা একটা অর্ন্তবর্তি সরকার। এই সরকারকে স্বীকৃতি কিংবা অস্বীকৃতির প্রশ্ন আসছে না। তাছাড়া, সকল দেশই নোট নিচ্ছে। সরকারে কারা আছে এসব দেখছে। আমরাও দেখছি’।

এর আগে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাংলাদেশ বলেছিল, দেশটিতে জনগণের মতামতের প্রতি বাংলাদেশ সম্মান জানাবে। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চায় বাংলাদেশ। যুদ্ধ-বিধ্বস্ত দেশটির পুর্নগঠন এবং সামাজিক উন্নয়নে অংশ নিতে চায় বাংলাদেশ।  
 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516