Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আফগান ছেলেদের ৪০০ ধরনের খেলার অনুমোদন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫২
আফগানিস্তান ক্রিকেট দল

আফগানিস্তানে ছেলেরা ৪০০ ধরনের খেলায় অংশ নিতে পারবে। এমনটাই জানিয়েছে দেশটির নতুন শাসক তালেবান। কিন্তু নারীদের বেলায় এখনো তালেবান চুপ। কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান ক্ষমতায় এসে ইঙ্গিত দিয়েছিল, মেয়েদের কোনো খেলায় অংশ নেওয়ার অনুমতি দেবে না তারা। 
তালেবান সরকারের অধীনে ক্রীড়া বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়া আহমেদ রুস্তমজাই বলেছেন, ‘ছেলেদের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা যে কোনো খেলায় অংশ নিতে পারে। আমরা কোনো খেলাকেই নিষিদ্ধ ঘোষণা করব না। যদি না সেটা শরিয়া আইনের বিরোধী হয়। আমরা ৪০০ ধরনের খেলায় অনুমোদন দিয়েছি।’
তিনি জানিয়েছেন, ফুটবলারদের বা থাই বক্সিং যারা করবেন, তাদের একটু বড় ঝুলের শর্টস পরলেই হবে। শর্টস হাঁটুর নীচে পর্যন্ত থাকলেই হলো। মেয়েদের খেলা নিয়ে বারবার প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ তালেবান নেতাদর রায়ের অপেক্ষায় আছি।’ মেয়েদের খেলতে না দেওয়ার পক্ষেই অবস্থান তালেবান নেতৃত্বের।
মেয়েদের খেলায় অংশগ্রণ করার অনুমতি প্রসঙ্গে আহমেদ রুস্তমজাই তার এক পরামর্শদাতা বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছেলেদের মতো মেয়েরা সব খেলায় অংশ নেবে, এটা ভাবা যায় না। তবে অল্প কিছু খেলায় মেয়েরা আলাদাভাবে অংশ নিলেও নিতে পারে। তবে আহমেদ রুস্তমজাই তার পরামর্শদাতার এ বক্তব্য সমর্থন করেননি।
এখনো পর্যন্ত আফগানিস্তানে মেয়েরা কোনো খেলায় অংশ নিতে পারবেন কিনা, তা বলা যাচ্ছে না। গত সপ্তাহে তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিক বলেছেন, ‘মেয়েদের জন্য তো খেলায় অংশ নেওয়াটা জরুরি কোনো বিষয় নয়। আর ক্রিকেট খেলতে হলে, তাদের মুখ ও সারা শরীর ঢেকে রাখা সম্ভব নয়।’  
তবে মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে তালেবানের ওপর চাপ বাড়ছে। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ম হলো, প্রতিটি দেশ যারা পুরুষদের ক্রিকেট খেলে, তাদের মেয়েদের দলও বাধ্যতামূলকভাবে রাখতে হবে। তাদের টেস্ট ম্যাচ খেলতে হবে। এ কারণেই ছেলেদের ক্রিকেট অব্যাহত না রাখলে আইসিসির চাপে পড়বে আফগানিস্তান। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516