Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ভরা মৌসুমেও সাধারণ ক্রেতাদের নাগালে নেই ইলিশ

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৩
ক্রেতাদের নাগালে নেই ইলিশ

গত এক সপ্তাহের ব্যবধানে ইলিশের আকারভেদে দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এখন ভরা মৌসুম এ সময়ে দাম কমার কথা ছিল। অনেকেই ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে ইলিশ কিনতে এসে দাম শুনে অবাক হচ্ছেন। ইলিশের এমন দাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর অনেক বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর ইলিশ উঠেছে। সাপ্তাহিক ছুটি থাকায় বাজারে ক্রেতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ ক্রেতাই ইলিশ কিনতে দরদাম করছেন। দামের সাথে মিলে গেলে ব্যাগে তুলছেন মাছের রাজা ইলিশ। তবে অধিকাংশ ক্রেতাই ইলিশের বর্তমান দামে হতাশ।

সাধারণ ক্রেতারা বলছেন, পুরো বছর অপেক্ষায় থাকি এ সময়ের জন্য। প্রত্যেক বছর সেপ্টেম্বর-অক্টোবরে ইলিশের দাম তুলনামূলক কম থাকে। তবে এবার তা হচ্ছে না। বিক্রেতারা যে দাম চাচ্ছেন তা অনেক বেশি। এ জন্য সাধারণ ক্রেতার পাতে উঠছে না ইলিশ।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ২০০ গ্রামের উপরের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়। এক কেজি থেকে ১২০০ গ্রামের ১০৫০ থেকে ১২০০, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। যদিও গত সপ্তাহে দাম আরও কম ছিল বলে জানিয়েছেন বিক্রেতারা।

 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516