Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

প্রয়াত অভিনেতা নাসির খানের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩১
নাসির খান

আজ ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা নাসির খানের জন্মদিন। মনে আছে নিশ্চয় এই অভিনেতার কথা?

আশির দশকে তার পর্দায় আগমন। নব্বই দশক মাতিয়েছেন দোর্দণ্ড প্রতাপ নিয়ে ৷ আমৃত্যু একজন জাঁদরেল অভিনেতা হিসেবে কাজ করে গেছেন সিনেমার অভিনয়শিল্পী হিসেবে।

করেন। পড়াশোনা করেছেন জগন্নাথ কলেজে, হিসাববিজ্ঞানে এম কম। জগন্নাথ কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

কলেজে থাকাকালীন অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়। যাতায়াত শুরু করেন মঞ্চে। সেখান থেকেই সিনেমায় নাম লেখান।

তার অভিনীত প্রথম ছবি ‘চোর’মুক্তি পায় ১৯৮৫ সালে। দিনে দিনে নিজেকে খল চরিত্রে জনপ্রিয় করে তোলেন তিনি। সাবলীল অভিনয় দিয়ে দারুণ কিছু চরিত্র নিয়ে দর্শকের হৃদয়ে আজও অমলিন নাসির খানের স্মৃতি।

এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি, রাজিব, আহমেদ শরীফ, সাদেক বাচ্চুদের মতো ডাকসাইটে খলনায়কদের ভিড়েও নিজেকে আলোচনায় আনতে পেরেছিলেন নাসির খান।

তিনি তার ক্যারিয়ারজুড়ে উপহার দিয়েছেন বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, দেন মোহর, মায়ের অধিকার, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার, দুনিয়ার বাদশা, গরিবের রাণী, রাক্ষস, মাস্তান, নিষ্ঠুর, হাঙর নদী গ্রেনেডসহ অসখ্য অসাধারন সিনেমা।

উল্লেখ্য, নাসির খান ১৯৫৯ সালের ১৭ সেপ্টেম্বর বরিশালের অন্তর্গত বর্তমানে পিরোজপুরের মঠবাড়িয়ার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এবং ২০০৭ সালের ১২ জানুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516