Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বিয়েবাড়িতে ছবি তোলা নিয়ে গোলাগুলি, আহত ২৪

কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৩
বিয়েবাড়িতে ছবি তোলা

কুমিল্লার হোমনায় বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ২৪ জন আহত হয়েছেন। রোববার উপজেলার ঘাড়মোড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের গিয়াস উদ্দিনের বাকপ্রতিবন্ধী মেয়ের বিয়ে ঠিক হয় উপজেলার বাগমারা গ্রামের এক ছেলের সঙ্গে। শুক্রবার বিয়ের দিন নির্ধারিত হয়। গত বৃহস্পতিবার গায়েহলুদ অনুষ্ঠানে ডিজে মিউজিক চলার সময় রাতে পাশের ফজুরকান্দি গ্রামের রাসেল ইমরান, অন্তরসহ ৮-৯ জন ছেলে গিয়ে মেয়েদের ছবি উঠাতে থাকে। এ সময় বড় ঘাড়মোড়া গ্রামের কয়জন ছেলে এসব ছবি ডিলিট করতে বললে এ নিয়ে এদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে শনিবার সকালে বড় ঘাড়মোড়া গ্রামের মো. সাব মিয়া বাজারে গেলে তার দুধ মাথায় ঢেলে দিয়ে অপমান করে এবং তাকে মারধর করে হুজুরকান্দি গ্রামের কয়েকজন ছেলে। এ ঘটনায় সাব মিয়ার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে হুজুরকান্দি গ্রামের ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। পুলিশ হুজুরকান্দি গ্রামের বকুল নামের একজনকে গ্রেফতার করে। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন ঘাড়মোড়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৪ জন আহত হয়। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা জানান, বৃহস্পতিবার বিয়েবাড়িতে ছবি তোলাকে কেন্দ্র করে ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত শনিবার একজনকে মারার ঘটনায় থানায় মামলা হলে একজন গ্রেফতার হয়। আজকে বিষয়টি মিটমাট করার জন্য বসার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ফজুরকান্দি ও বড় ঘাড়মোড়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হোমনা থানার ওসি মো.আবুল কায়েস আকন্দ জানান, বড় ঘাড়মোড়ায় একটি বিয়েবাড়িতে ছবি তোলা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবেশ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516