Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ইভ্যালির ওয়্যারহাউজ থেকে কার্টনভর্তি মোবাইল বিক্রির অভিযোগ

সাভার প্রতিনিধি :
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩
 ইভ্যালিথেকে কার্টনভর্তি মোবাইল বিক্রির অভিযোগ

ইতোমধ্যে প্রতারণার অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী (চেয়ারম্যান) শামীমা নাসরিনকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর এই সুযোগে ইভ্যালির ওয়্যারহাউজ থেকে ফোনসেটভর্তি কার্টন ও মালামাল সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে সাভারের বলিয়ারপুর ওয়্যারহাউজ থেকে সরিয়ে নেওয়া প্রায় ৫০০ মোবাইল ফোন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এসব মোবাইল সাভারের বিভিন্ন ডিলারের কাছে বলিয়ারপুর ওয়্যারহাউজের প্যাকেজিং কর্মকর্তা মোজাম্মেল বিক্রি করেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

জানা গেছে, সাভারের বলিয়ারপুরে ইভ্যালির ওয়্যারহাউজ থেকে ইভ্যালি ভোক্তাদের বিভিন্ন পণ্য সরবরাহ করতো। সেখানে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য মজুদ ছিল ইভ্যালির।

বলিয়ারপুর ওয়্যারহাউজে মানবসম্পদ বিভাগের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোস্তাফিজুর রহমান। প্যাকেজিং সেকশন ও স্টোর ইনচার্জের দায়িত্বে ছিলেন মো. মোজাম্মেল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সাভারের বলিয়ারপুরে ইভ্যালির ওয়্যারহাউজ থেকে কার্টনভর্তি মোবাইলসেট ও মালামাল সরিয়ে নেন মোজাম্মেল। সেসব তিনি তার শ্বশুরবাড়ি হেমায়েতপুরের বাগবাড়িতে নিয়ে রাখেন।

শনিবার এ বিষয়ে মোজাম্মেল বলেন, আমরা কিছু মোবাইল ওয়্যারহাউজ থেকে বের করে বাসায় নিয়ে আসি। সেগুলো বাসা থেকে ডেলিভারি করার কথা রয়েছে।

এদিকে, ওয়্যারহাউজ থেকে মালামাল সরিয়ে নেওয়ার খবর পেয়ে আহাদ নামের এক গ্রাহক হেমায়েতপুরের বাগবাড়িতে মোজাম্মেলের শ্বশুর বাড়ি গিয়ে প্রায় ৫০০ থেকে ৬০০ মোবাইলফোন দেখতে পান বলে দাবি করেছেন।

রোববার মোজাম্মেলের বাসায় গিয়ে ইভ্যালির মোবাইল কিংবা কোনো পণ্য দেখতে পাওয়া যায়নি। এরপর থেকে মোজাম্মেলের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

এ বিষয়ে তার স্ত্রী মোনালিসা মোমো বলেন, ওয়্যারহাউজ থেকে আনা মোবাইলগুলো আবার ওয়্যারহাউজে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, নাম প্রকাশ না করা এক ক্রেতা বলেন, আমি ইভ্যালির ওয়্যারহাউজ থেকে মোট পাঁচশ মোবাইলফোন কিনেছি। তবে মোজাম্মেলই তার কাছে ফোন হস্তান্তর করেছেন কি না তা নিশ্চিত করেননি এই ক্রেতা।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516