Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

জাপার সংরক্ষিত আসনে এমপি হতে যাচ্ছেন শেরিফা কাদের

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪৭
শেরিফা কাদের

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে, সংসদের সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়ন পেতে যাচ্ছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের।

জাপার নেতারা জানান, জাতীয় পার্টির সংরক্ষিত আসনের শূন্য পদে মনোনয়নের জন্য কয়েকজনের নাম আলোচনায় আছে। কিন্তু সব দিক দিয়ে দেখলে চেয়ারম্যানের স্ত্রী শেরিফা কাদেরই এগিয়ে আছেন। তিনি বর্তমানে একাধারে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করলে জাতীয় পার্টি মনোনয়ন বোর্ড এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। ফলে, এই মুহূর্তে বলা যাচ্ছে না কে হবেন জাতীয় পার্টির সংরক্ষিত শূন্য আসনের এমপি।

জাতীয় পার্টির সংরক্ষিত শূন্য আসনের মনোনয়নকে কেন্দ্র করে ফেসবুকে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ শেরিফা কাদেরের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্যপক্ষগুলো নাজনীন সুলতানা, সালমা হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সদস্য সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী। তার মৃত্যুতে জাপার সংরক্ষিত আসনের একটি সংসদ সদস্য পদ খালি হয়। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516