Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

শ্রীপুরে জমজমাট কবুতরের সৌখিন বাজার

গাজীপুর জেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:০২
শ্রীপুরে কবুতরের সৌখিন বাজার

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ কবুতর পছন্দ করেনা এমন মানুষ খুব কমই হয়তো পাওয়া যাবে। বাড়ির ছাদে বা আশেপাশে অনেকেই পালন করে থাকে সুন্দর এই পোষ্য পাখিটি। দেখতে যেমন সুন্দর এর মাংস খেতেও খুবই সুস্বাদু।

প্রাচীন কালে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হত। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে আজও প্রচলিত আছে।

জানা যায় বাংলাদেশে প্রায় ১০০ প্রজাতির কবুতর রয়েছে। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। এদের সুষ্ঠু পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা যায়। কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায়।

কবুতর প্রতিপালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসাবে পরিগণিত হয়েছে। এই কবুতর সংগ্রহের জন্য যেতে হয় বিভিন্ন হাট-বাজারে।

গাজীপুরের শ্রীপুরে পৌর এলাকায় তুলা ফার্মের বিপরীত পাশ্বে নতুন বাজা‌রে প্রতি‌ সপ্তাহে শুক্রবার ব‌সে কবুতরের সৌখিন হাট। এই হাটে ক্রেতা ও বিক্রেতাকে কোন প্রকার খাজনা দিতে হয় না। হা‌টের দিন জায়গা সংকুলান না হওয়ায় হাট ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পযন্ত ব্যাপ্তি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নানা রং বে-রংয়ের খাঁচায় বন্দি ঝাক ঝাক কবুতরের বাকবাকুম ডাকে মুখরিত পরিবেশ। কবুতের ডাকে পুরো এলাকায় যেন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। যে দিকে চোঁখ যায় শুধু কবুতর আর কবুতর। সারাদিন অনেক ক্রেতা-বিক্রেতা ও উচ্ছুক জনতার মানুষের ভিড় হয়।। এখানে দেশীয় কবুতর ছাড়াও  ম্যাগপাই,বাগদাদি হোমা,সারটিং,বোবামাই ঝাঁক,লক্ষা,মাক্সি রেসার,চিলা,গিরিবাজ,গোল্লা,পাকিস্তানি বব্লু,স্কেচার,সিরাজিসহ নাম না জানা অনেক বিদেশি প্রজাতির কবতুর পাওয়া যায়। এছাড়াও মুরগির বাচ্চা,টিয়া- ময়না,ঘুঘু পাখিও বিক্রি করতে দেখা গেছে।

বেপা‌রি উমর ফারুক জানান, লক্ষা' জাতের এক জোড়ার কবুতরের দাম ৩৫০০টাকা পযন্ত বিক্রি হয়। ‌বি‌দেশী জা‌তের এ কবুতর মূলত সৌখিন কবুতর পালনকারীরাই পালন ক‌রে থাকেন।

স্থানীয় বড় ব্যবসায়ী নরসিংদীর সোহাগ জানান, এ হা‌টে দেশী ও হাইব্রিড জা‌তের কবুত‌রের বেচা‌কেনা বে‌শি। সে কবুতর ও কবুতর বাচ্চা কি‌নে ভৈরব ও কিশোরগঞ্জতে বি‌ক্রি ক‌রেন। এছাড়াও গ্রাম থে‌কে ছোট বেপা‌রীরা বাড়ি বাড়ি গিয়ে কবুতর কি‌নে এ হা‌টে বি‌ক্রি করে জী‌বিকা নির্বাহ ক‌রেন।

ব্যবসায়ী দুলাল জানান, ছোট ছোট চিকন তারের খাঁচার ম‌ধ্যে কবুতর প‌রিবহন করলে সুবিধা হয়। বৃষ্টি আসলে অতি সহজে পলিথিন দিয়ে ঢাকা যায়।

প্রতিজোড়া কবুত‌রের বাচ্চা পাইকারী ১২০ টাকা ও খুচরা ১৫০ থে‌কে ২০০ টাকায় বেচা‌কেনা হয়। দেশি বড় কবুতর ৪০০ টাকা থে‌কে ৫০০ টাকা পর্যন্ত বি‌ক্রি হ‌চ্ছে। অন্য জাতের কবুতরের ২০০০থেকে ২৫০০০ হাজার পয়ন্ত বিক্রি হয়।

স্থানীয় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত বলেন, দুই ভাই বোন স্কুলে লেখা পড়া করি। সৌখিন ভাবে বাড়িতে কবুতর লালন পালন করি। খাজনা লাগেনা,অনেক পাইকার আসে তাই ভাল দাম পাওয়া যায়। তা থেকে প্রতিমাসে বাচ্চা বিক্রি করে দুজনের লেখা পড়া খরচ মিটানো যায়।

বরমী বাজারের বাসিন্দা তাজউদ্দীন বলেন, তিন-চার সপ্তাহ ধরে হাটে আসতেছি, পছন্দ মত কবুতর পাইনি। আজ ৪৫০০ টাকা দিয়ে 'বিউটি হোমা'কবুতর টা নিলাম। বাসায় আরও ৪০/৫০ জোড়া কবুতর আছে।

কবুতর বাজারের তত্ত্বাবধায়ক মাসুম বলেন, আশেপাশের তিন- চার জেলা থেকে পাইকারা এখান কবুতর কিনতে আসে। ক্রেতা বা বিক্রেতাকে খাজনা দিতে হয় না। যে কোন এলাকা থেকে যাতায়াত খুবই সহজ। ইতি মধ্যে এইবাজারের জনপ্রিয়তা দূর-দূরান্তে ছড়িয়ে পরছে।

নইমুল ইসলাম সজিব/ শ্রীপুর, গাজীপুর

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516