Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ২৫ আগষ্ট, ২০২৩, ১২:০২
পেঁয়াজের দাম

সরবরাহ কম হওয়ার অজুহাতে ঝিনাইদহে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে মণ প্রতি ৩শ’ থেকে ৪শ’ টাকা। আর খুচরা পর্যায়ে বেড়েছে প্রায় দ্বিগুণ। দাম বাড়লেও লাভের বেশির ভাগ অংশ যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। এদিকে ব্যবসায়ীদের আশঙ্কা দাম আরও বাড়তে পারে।

যশোর জেলার সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজার শৈলকুপা। সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাটে পেঁয়াজ বিক্রি হয়। জেলা শহরসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ কেনেন এখান থেকে। অন্যান্য বছরের এই সময় বাজারে পেঁয়াজর সরবরাহ বেশি থাকলেও এখন তুলনামূলক কম।

সরবরাহ কম আর ভারতের বর্ধিত শুল্কারোপের কারণে এ হাটে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে এ হাটে মণপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩শ’ থেকে ৪শ’ টাকা। বর্তমানে শৈলকুপাসহ আশপাশের পাইকারি হাটগুলো প্রতিমণ পেঁয়াজ ২৬শ’ থেকে ২৭শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও ছিলো ২২শ’ থেকে ২৪শ’ টাকা। আর খুচরা পর্যায়ে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাজারে পেঁয়াজের সরবরাহ কম। চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে। দাম কমার সম্ভবনা নেই বরং বাড়তে পারে। এদিকে সিন্ডিকেট রোধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা বিপণন কর্মকর্তা। প্রতিদিন এই হাটে কোটি টাকার পেঁয়াজ ক্রয়-বিক্রয় হয়ে থাকে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516